ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতি, অর্থ আত্মসাত

না’গঞ্জ বন্দরের শামসুজ্জোহা স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

প্রকাশিত: ০০:০২, ১৪ অক্টোবর ২০২০

না’গঞ্জ বন্দরের শামসুজ্জোহা স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দর উপজেলার মিনারবাড়ী এলাকায় প্রতিষ্ঠিত শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ উল্লাহকে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। গত সোমবার ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়টি সাংবাদিকদের অবহিত করা হয়। এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুল্কা সরকার জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিষয়টি আমাকে লিখিতভাবে জানিয়েছিল স্কুলের ম্যানিজিং কমিটি। এ ব্যাপারে সামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ তার বিরুদ্ধে আনা সকল দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ম্যানেজিং কমিটি ষড়যন্ত্র করে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই বরখাস্ত করেছে। প্রতারক চক্রের তিন সদস্যকে ঢাকা থেকে গ্রেফতার ॥ ঢাকার ক্যান্টনম্যান্টের বারিধারা এলাকায় অভিযান চালিয়ে দেশব্যাপী ডিলার নিয়োগের নামে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। গ্রেফতারকৃতরা কথিত ‘আলীবাবা গ্রুপ’-এর সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মেহেদী হাসান (২৮), তপন কুমার সরকার (৪৯) ও মোঃ সাইফুল আলম (৪৫)। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ২৫ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ॥ নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ থেকে জানান, জেলার সোনারগাঁয়ে ৩ ইউনিয়নের প্রায় ৪০ গ্রামের ২৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে পিয়ারনগর বাগানবাড়ী থেকে প্রায় ১ কিলোমিটার পর্যন্ত রাস্তার পাশের অবৈধভাবে বসানো গ্যাসের পাইপ উত্তোলন করে সংযোগ বিচ্ছন্ন করা হয়। এই অভিযান নেতৃত্বে দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।
×