ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাসাবোতে রূপায়ণ ভাল-বাসার মেলা শুরু

প্রকাশিত: ২৩:৩৫, ১৪ অক্টোবর ২০২০

বাসাবোতে রূপায়ণ ভাল-বাসার মেলা শুরু

রাজধানীর বাসাবোতে মঙ্গলবার শুরু হয়েছে রূপায়ণের পাঁচ দিনব্যাপী ‘রূপায়ণ ভাল-বাসার মেলা’। রূপায়ণ ত্রিবেণী প্রকল্পে বেলা এগারোটায় এ মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান দেওয়ান এবং নির্বাহী পরিচালক (বিক্রয়) এহসানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের জেনারেল ম্যানেজার (মার্কেটিং এ্যান্ড মিডিয়া) মোঃ শওকত আহমেদসহ সেলস, মার্কেটিং এ্যান্ড মিডিয়া বিভাগের উর্ধতন কর্মকর্তারা। রূপায়ণ ভাল-বাসার মেলায় বুকিং দিলেই রয়েছে মোটরসাইকেল উপহার। পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী শনিবার। মতিঝিল ও কমলাপুর রেলওয়ে স্টেশন মাত্র কয়েক মিনিটের দূরত্বে বাসাবোতে ১৮.২৯ কাঠা জমির ওপর নির্মিত ১৪ তলা ভবন ‘রূপায়ণ ত্রিবেনী’-তে রয়েছে আধুনিক নগর জীবনের সব ধরনের সুবিধা। ১১৮০-১২৯৫ বর্গফুটের রেডি এ্যাপার্টমেন্ট এর সঙ্গে থাকছে গাড়ি পার্কিং সুবিধা, মনোমুগ্ধকর ছাদ বাগান, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, রিসেপশন লবি এবং প্রশস্থ রাস্তাসহ অন্যান্য সুবিধা। এছাড়া বিশেষ ছাড়ে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের নির্মিত ও নির্মাণাধীন বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পগুলোতে এ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্পেস বুকিং দেয়ার সুযোগ রয়েছে এ মেলায়। -বিজ্ঞপ্তি
×