ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনায় বিসিজি টিকা

প্রকাশিত: ২১:৪০, ১২ অক্টোবর ২০২০

করোনায় বিসিজি টিকা

* সম্প্রতি ব্রিটেনের ইক্সিটার ভার্সিটির গবেষকরা ১৯২১ সালে আবিষ্কৃত বিসিজি নামক যক্ষার টিকা করোনায় ব্যবহার করতে চাইছেন। * ১০০০ জনের ওপর এক ট্রায়ালে তারা দেখেছেন- শরীরের ইমিউনিটির ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে এই যক্ষা টিকার ফলে। * স্বভাবতই ব্রিটেনে নিয়মমাফিক যক্ষার টিকা দেয়া হয় না। * কিন্তু এখন যক্ষার টিকা দেয়ার আগ্রহ বেশ দেখা যায়। * যক্ষার টিকা আমাদের দেশে জন্মের পর পরই দেয়া হয়। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×