ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাড়ি ছিনতাই

চট্টগ্রামে গ্রেফতার ৬, রিমান্ডে একজন

প্রকাশিত: ২১:৩৮, ১২ অক্টোবর ২০২০

চট্টগ্রামে গ্রেফতার ৬, রিমান্ডে একজন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে যাত্রীবেশে গাড়ি ছিনতাইয়ের অপরাধে ৬ জনকে গ্রেফতার করেছে সিআইডি। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত টয়োটা স্প্রিন্টার গাড়িটি। ছিনতাইয়ের সময় গাড়িতে থাকা ৪ আসামি রবিবার চট্টগ্রাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। আসামি নিজাম উদ্দিনকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ছিনতাই কাজে যুক্ত থাকা চক্রের তথ্য উদ্ধারের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর রাত সোয়া ১১টায় সীতাকুন্ড থানাধীন কদম রসূল বাজার থেকে নগরীর সিটিগেট সংলগ্ন পাক্কার মাথা এলাকায় আসার জন্য ৪ যাত্রী গাড়িটি ভাড়া করে। ৮শ’ টাকায় ভাড়াকৃত গাড়িটি নিয়ে নগরীর ফৌজদারহাট এলাকায় পৌঁছালে গাড়ির চালক মোঃ শাহীনকে গলায় ধারালো অস্ত্র ধরে ও পিঠে পিস্তল ঠেকায়। এ সময় চালককে ফৌজদারহাট-বায়েজিদ লিংক সড়কে নিতে বাধ্য করে। রবিবার দুপুরে চট্টগ্রাম আদালতে ৬ ছিনতাইকারীকে সোপর্দ করা হলে গাড়িতে থাকা ছিনতাইকারী দলের সদস্য সোহেল, জাবেদ, রফিকুলের কাছ থেকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী আদায় করে। সন্ধ্যায় আরও একজনের জবানবন্দী রেকর্ড করা হয়। এদিকে, আসামি নিজাম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
×