ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মীর আক্তারের কাট অব প্রাইস ৬০ টাকা

প্রকাশিত: ২০:৩২, ১২ অক্টোবর ২০২০

মীর আক্তারের কাট অব প্রাইস ৬০ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিলামে মীর আক্তার হোসাইন লিমিটেডের কাট অব প্রাইস (প্রান্ত মূল্য সীমা) ৬০ টাকা নির্ধারিত হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বুকবিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিডিং অর্থাৎ নিলাম শুরু হয় গত ৪ অক্টোবর বিকেল ৫টায়। চলে ৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। নিলামে ২৪৫ জন যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার পেতে আবেদন করেন। ডিএসই সূত্র জানিয়েছে, নিলামে কোম্পানিটির শেয়ার পেতে সর্বোচ্চ দর উঠেছে ৯৮ টাকা এবং সর্বনিম্ন ১৪ টাকায় বিট করেছে যোগ্য বিনিয়োগকারীরা। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ৫০ টাকা দরে। এই দরে আবেদন করেছে ২৪ জন বিনিয়োগকারী। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১৭ জন ৬১ টাকায় দর প্রস্তাব করেছেন। টানা ৭২ ঘণ্টা নিলামে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত ৬৮ কোটি ৯১ লাখ টাকার বিপরীতে ২৪৫ বিডার মোট ২১০ কোটি ৬৭ লাখ টাকার দর প্রস্তাব করেছেন। প্রয়োজনের তুলনায় যোগ্য বিনিয়োগকারীদের ৪০৯ শতাংশ আবেদন জমা পড়ে। এই বিনিয়োগকারীরা ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৭৪৭ টাকা শেয়ার পাবেন। কোম্পানিটি সর্বমোট সাধারণ ও যোগ্য বিনিয়োগকারীর কাছে ২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭টি শেয়ার ছেড়ে বাজার থেকে ১২৫ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
×