ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সপ্তাহের শুরুতেই বড় দরপতন

প্রকাশিত: ২০:৩১, ১২ অক্টোবর ২০২০

শেয়ারবাজারে সপ্তাহের শুরুতেই বড় দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে। উভয় শেয়ারবাজারেই তালিকাভুক্ত বীমা ছাড়া সব ধরনের কোম্পানির দর কমেছে। কোন কোন খাতের শতভাগ কোম্পানির দর কমেছে। জানা গেছে, সকালে সূচকের উর্ধগতি দিয়ে লেনদেন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শেয়ার বিক্রির চাপ বাড়ে। উল্টোদিকে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর দর ওপরের দিকে উঠতে থাকে। দিনশেষে শেয়ার বিক্রির চাপ বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। দিনভর ডিএসইর আগের দিনের চেয়ে ৫৮ পয়েট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮ পয়েন্টে এবং ডিএসইর বাছাই সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৪৭ পয়েন্টে। সারাদিনে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, দর কমেছে ২৩৯টির এবং দর পরিবর্তীত রয়েছে ৩৬টির। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৭৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগেরদিন থেকে ৮১ কোটি ২৯ লাখ টাকা বেশি। আগেরদিন লেনদেন হয়েছিল ৭৯৩ কোটি ৮১ লাখ টাকার। খাতভিত্তিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ব্যাংকিং খাতের মাত্র ৫টির দর বেড়েছে। প্রকৌশল খাতের চারটি ছাড়া সবগুলোর দর কমেছে। আর্থিক খাতের মাত্র ফার্স্ট ফাইনান্সের সবগুলোর দর কমেছে। জ্বালানি এবং শক্তি খাতের একটি ছাড়া সবগুলোর দর কমেছে। খাদ্য ও আনুষঙ্গিক খাতের শতভাগ কোম্পানির দর কমেছে। প্রযুক্তি খাতেরও শতভাগ কোম্পানির দর কমেছে। বস্ত্র খাতের হামিদ ফ্রেবিক্স ছাড়া সবগুলোর দর কমেছে। ওষুধ এবং রসায়ন খাতের ম্যারিকো ও স্কয়ার ফার্মার দর বেড়েছে। সিরামিক খাতের ৫টির দর কমেছে। তবে শেয়ারবাজারে লেনদেন হওয়া মিউচুয়াল ফান্ড এবং বীমা খাতের প্রায় সব কোম্পানির দর বেড়েছে দিনটিতে। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৮৪ পয়েন্টে। দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। সিএসইতে ২২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×