ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকা ও চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: ০১:৩০, ১১ অক্টোবর ২০২০

ঢাকা ও চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকা ও চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার রাত ১১টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিডিনিউজের। আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা জানান, মূল কম্পন অনুভূত হয়েছে ভারতে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৪০ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে ভারতের মনিপুর রাজ্যের মইরাংয়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। তিনি আরও জানান, ঢাকা ও চট্টগ্রামে মাত্র ১৫ সেকেন্ড কম্পন অনুভূত হয়েছে। এটি মৃদু মাত্রার কম্পন। এর আগে, ২৫ মে সর্বশেষ বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন মাত্রা ছিল ৫ দশমিক ১। উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর।
×