ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আঁচলের ‘চিৎকার’

প্রকাশিত: ০০:১৫, ১১ অক্টোবর ২০২০

আঁচলের ‘চিৎকার’

স্টাফ রিপোর্টার ॥ ‘ভুল’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও এখনও ভুল করতে তাকে দেখা যায়নি। লোকের কথায় কান না দিয়ে দেখেশুনেই কাজ করছেন। অভিনয় দক্ষতা আর গ্ল্যামার দিয়ে ইতোমধ্যে ঢালিউড দর্শকদের পছন্দের তালিকায় নিজের নাম লিখিয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা আঁচল। অল্প সময়ের মধ্যে চলচ্চিত্রাঙ্গনেও নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি আঁচল একটি ওয়েব চলচ্চিত্রে যুক্ত হয়েছেন। শিরোনাম ‘চিৎকার’। আঁচলের বিপরীতে আছেন একে আজাদ। পরিচালনা করছেন ইয়াসির আরাফাত জুয়েল। ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য চলচ্চিত্রটি আগামী ১৩ অক্টোবর থেকে রাজধানীর উত্তরায় শূটিং শুরু হবে এমনটি জানালেন আঁচল। ‘চিৎকার’ প্রসঙ্গে আঁচল বলেন, আমার জীবনের চ্যালেঞ্জিং একটি চরিত্র। এখানে বোবা চরিত্রে দেখা যাবে। এ ধরনের গল্পে কখনই কাজ করিনি। ভিন্ন ধরনের একটি গল্পে কাজ করতে যাচ্ছি। বোবা মেয়েটিকে এমনভাবে নির্যাতন করা হয় যে, সে মুখ বুঝে সব কিছু সহ্য করে কিন্তু কিছুই বলতে পারছে না। এ যাবত যত কাজ করেছি সব থেকে সেরা কাজ হতে যাচ্ছে এটি। নতুনভাবে নিজেকে উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আঁচল সর্বশেষ ক্যামরার সামনে দাঁড়ান চলতি বছরের জানুয়ারিতে ‘রাগী’ সিনেমার শূটিংয়ে। এটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। গানের শূটিং বাদে সব কাজ শেষ। মালয়েশিয়ায় যখন গানের শূটিংয়ের পরিকল্পনা হচ্ছে তখনই করোনার থাবায় বন্ধ হয়ে যায় সব কিছু।
×