ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যাম্পে সংঘর্ষ

অস্ত্রসহ গ্রেফতার ১৬ রোহিঙ্গা

প্রকাশিত: ০০:১৫, ১১ অক্টোবর ২০২০

অস্ত্রসহ গ্রেফতার ১৬ রোহিঙ্গা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কুতুপালং ক্যাম্পে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় অস্ত্রসহ ১৬ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ। শনিবার সকালে উখিয়ার বালুখালী ও সোনার পাড়া চেকপোস্টে পৃথক অভিযানে এসব রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। কক্সবাজারে এপিবিএন-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ হেমায়েতুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত। তারা গ্রেফতার এড়াতে ক্যাম্প ছেড়ে পালিয়ে যাচ্ছিল। তিনি আরও বলেন, শনিবার সকালে এপিবিএন এর উখিয়ার বালুখালী চেকপোস্টের সদস্যরা তল্লাশি করে ক্যাম্প থেকে পালানোর সময় চারটি রামদাসহ চার রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করে। সম্প্রতি কুতুপালং ক্যাম্পে সংঘটিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তারা জড়িত ছিল। এসব সন্ত্রাসী হচ্ছে- জিয়াউর রহমান, মোঃ ওসমান, সৈয়দ উল্লাহ ও মোঃ রফিক। তারা উখিয়ার বালুখালী ক্যাম্পের বিভিন্ন ব্লকের আশ্রিত রোহিঙ্গা। এছাড়া উখিয়ার সোনার পাড়া চেকপোস্টে তল্লাশিকালে ১২ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। তারা হচ্ছে- এজাজুল হক, রহমত উল্লাহ, সোনা মিয়া, রশিদ উল্লাহ, ইয়াচের, ওসমান, ইসমাঈল, কবির আহম্মদ, সুলতান আহম্মদ, আইয়ুব সালাম, আবুল কাশেম ও মোঃ রফিক উল্লাহ।
×