ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বছরে ৭ কোটি টন এলএনজি

প্রকাশিত: ২৩:৫০, ১১ অক্টোবর ২০২০

বছরে ৭ কোটি টন এলএনজি

রাশিয়ার প্রাকৃতিক গ্যাস উত্তোলন খাতের দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান নোভাটেক। নোভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে তরলিকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ভরসা করছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে এলএনজি উৎপাদন প্রায় তিনগুণ বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে রুশ নোভাটেক। খবর রয়টার্স। নোভাটেকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ প্রতিষ্ঠানটি এলএনজির বার্ষিক উৎপাদন সর্বোচ্চ সাত কোটি টনে উন্নীত করার পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্য দিয়ে রুশ নোভাটেকের আওতায় জ্বালানি পণ্যটির উৎপাদন বর্তমানের তুলনায় তিনগুণ বাড়তে পারে। এলএনজির বৈশ্বিক রফতানি বাজারে আধিপত্য বিস্তারের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে রাশিয়া। এ খাতে কাতার, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে চায় মস্কো। বর্তমানে এলএনজির বৈশ্বিক রফতানিতে রাশিয়ার বাজার হিস্যা ১০ শতাংশের নিচে। ২০২৫ সালের মধ্যে তা ১৫ শতাংশে উন্নীত করতে চায় দেশটি। এ পরিপ্রেক্ষিতে রুশ নোভাটেকের এলএনজি উৎপাদন বৃদ্ধির চিন্তাভাবনা জ্বালানি পণ্যটির বৈশ্বিক রফতানি খাতে মস্কোর উচ্চাভিলাষ পূরণে সহায়ক হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। অর্থনীতি ডেস্ক
×