ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এএমএল ৩৬০ সলিউশন

প্রকাশিত: ২৩:৫০, ১১ অক্টোবর ২০২০

এএমএল ৩৬০ সলিউশন

টাকা পাচার রোধের পাশাপাশি স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত লেনদেন নিশ্চিত করতে ‘এএমএল ৩৬০’ নামে একটি সফটওয়্যার চালু করেছে বিকাশ। দেশের শীর্ষ এই মোবাইল ব্যাংকিং কোম্পানি বলছে, সারাদেশে তাদের এজেন্ট, ডিস্ট্রিবিউটর, মার্চেন্ট ও এগ্রিগেটরের সকল ধরনের লেনদেন তথ্য এই সফটওয়্যারের মাধ্যমে রিয়েলটাইম পর্যবেক্ষণের আওতায় চলে আসবে। বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মানি লন্ডারিং প্রতিরোধে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) অন্যান্য সংস্থার সমন্বয়ের কাজেও গতিশীলতা আনবে এই ৩৬০ সলিউশন।’ বিকাশের কমিউনিকেশনস বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এটি মূলত একটি এ্যাপ। বিকাশের মাধ্যমে যখনই কোন লেনদেন হবে, সেই তথ্য বিকাশের পাশাপাশি একই সময়ে বিএফআইইউর কাছেও পৌঁছে যাবে। তাতে রিয়েল টাইম মনিটরিং এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে ব্যবস্থা নেয়া সহজ হবে।’ ‘এএমএল ৩৬০’ কিভাবে কাজ করবে তা অনুষ্ঠানে উপস্থাপন করেন বিকাশের এএমএল এ্যান্ড সিএফটি বিভাগের প্রধান সাবের শরীফ।
×