ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস

প্রকাশিত: ২৩:৩৪, ১১ অক্টোবর ২০২০

বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২০ উদ্যাপিত হয়েছে। এবারের দিবসটির প্রতিপাদ্য হলো ‘আমার যতœ-আমার স্বস্তি। নিরাপদ জন্মের সঙ্গে সঙ্গে নিরাপদ মৃত্যুকে নিশ্চিত করা আজ সময়ের দাবি’। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসন বিভাগের উদ্যোগে শনিবার ডাঃ মিল্টন হলে ‘কোভিড-১৯ মহামারীতে প্যালিয়েটিভ কেয়ার : বাংলাদেশ গাইডলাইন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ কনক কান্তি বড়ুয়া। বিশেষ ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) ডাঃ সাহানা আখতার রহমান। সভাপতিত্ব করেন ডাঃ সুনীল কুমার বিশ্বাস। -বিজ্ঞপ্তি
×