ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফখরুলের বাসার সামনে বিক্ষোভ, ডিম-পাথর নিক্ষেপ

প্রকাশিত: ২৩:৩৪, ১১ অক্টোবর ২০২০

ফখরুলের বাসার সামনে বিক্ষোভ, ডিম-পাথর নিক্ষেপ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণার একদিন পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে বিক্ষোভ করেছেন দলের মনোনয়ন বঞ্চিত এক নেতার সমর্থকরা। শনিবার বিকেলে মির্জা ফখরুলের উত্তরার বাসার সামনে দলের মনোনয়ন বঞ্চিত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক কফিল উদ্দিনের কয়েক শ’ সমর্থক এ বিক্ষোভ করে। এ সময় তারা মির্জা ফখরুলের বাসায় ডিম ও পাথর নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা মনোনয়ন বঞ্চিত কফিল উদ্দিনের পক্ষে এবং ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরের বিপক্ষে বক্তব্য দেয়। এক পর্যায়ে তারা মির্জা ফখরুলের বাসায় কয়েকটি ডিম ছুড়ে মারে। এ ছাড়া পাথরও নিক্ষেপ করে। তারা মির্জা ফখরুলের উদ্দেশে বিভিন্ন কটূক্তি করে কেন ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে কফিল উদ্দিনকে মনোনয়ন দেয়া হলো চিৎকার চেঁচামেচি করে তা জানতে চায়। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এবং দলের চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় বিএনপি মহাসচিব খুব মর্মাহত হয়েছেন। বিক্ষুব্ধ নেতাকর্মীদের কিছু বলার থাকলে দলীয় কার্যালয়ে গিয়ে বলতে পারতেন। তিনি উত্তরার একটি ভাড়া বাসায় থাকেন।
×