ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্টের ৬২ আইনজীবী চলতি বছরে মারা গেছেন

প্রকাশিত: ২৩:৩৩, ১১ অক্টোবর ২০২০

সুপ্রীমকোর্টের ৬২ আইনজীবী চলতি বছরে মারা গেছেন

স্টাফ রিপোর্টার ॥ করোনা ও বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন কারণে চলতি বছরে সুপ্রীমকোর্টের অন্তত ৬২ আইনজীবী মৃত্যুবরণ করেছেন। গত ৬ অক্টোবর পর্যন্ত এসব আইনজীবী মৃত্যুবরণ করেছেন বলে তথ্য দিয়েছেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার মতে, সুপ্রীমকোর্টের কোন সম্পাদকই এতো আইনজীবীর মত্যুর সংবাদ দেয়নি। সবচেয়ে বেশি মৃত্যুর সংবাদ দিয়েছেন তিনি। আর এটা তার জন্য দুর্ভাগ্যজনক। মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদক ও এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, এ্যাডভোকেট সাহারা খাতুন, এ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমান, এ্যাডভোকেট ড. এনামুল হক, এ্যাডভোকেট আব্দুল মান্নান, সাবেক এ্যাটর্নি জেনারেল প্রয়াত ব্যারিস্টার কে এস নবীর কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার কাজী সিরাতুন নবী, এ্যাডভোকেট এ টি এম আলমগীর হোসেন, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি কাজী সাজাওয়ার হোসেন প্রমুখ।
×