ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২৩:৩২, ১১ অক্টোবর ২০২০

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র বিক্ষোভ মিছিল

জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীতে সারাদেশ থেকে মুক্তিযোদ্ধা ও সন্তানদের বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার। সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী যে ধর্ষণ হচ্ছে, তা শুধু আওয়ামী লীগের নেতারাই জড়িত নয়; ধর্ষণ করছে মসজিদের ইমাম, মোয়াজ্জিন, মন্দিরের সন্ন্যাসী, মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক। ধর্ষণ করছে ছাত্র ইউনিয়নের নেতারা, ধর্ষণ করছে ঢাকা বিশ^বিদ্যালয়ের কোটা সংস্কারের নুরু গং। কিন্তু সব দোষ হচ্ছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের। যা এক গভীর ষড়যন্ত্র। আন্দোলনের নামে যারা প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো, বিভিন্ন কটূক্তি, স্লোগান ও সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে তারা স্বপ্ন দেখা বাদ দিন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্তদের বিরুদ্ধে আছে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। তা রুখে দেবে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। পাশাপাশি দেশব্যাপী মুক্তিযোদ্ধা, তাদের সন্তানের ওপর হামলা, চিকিৎসার নামে হয়রানি, বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের মুক্তিযোদ্ধার ওপর হামলা ও নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধাদের উচ্ছেদ, হয়রানি, জমি দখল, ঘরবাড়ি দখল ও মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা পুনর্বহাল করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের চাকরির ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়। -বিজ্ঞপ্তি।
×