ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ২৩:৩০, ১১ অক্টোবর ২০২০

রাজধানীতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। এদিকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে কামরাঙ্গীরচরে চার হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সূত্র জানায়, রাজধানীর মধ্য বাড্ডায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইমরান (২১) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম ইসমাইল হোসেন। গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। শনিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাসপাতালে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান। মৃতের সহকর্মী বাবুল হোসেন জানান, মধ্য বাড্ডা গণি রোড এলাকায় একটি কাঠের কারখানা রয়েছে। তিনি জানান, শনিবার দুপুর ২টার দিকে ওই কারখানায় চৌকাঠ তৈরি কাজ করছিলাম। এ সময় বৈদ্যুতিক সার্কুলার মেশিন দিয়ে কাঠ কাটার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইমরান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৭৫ জন গ্রেফতার ॥ রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৭৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর ৫০টি থানা এলাকায় থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোঃ ওয়ালিদ হোসেন জানান, অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭ হাজার ৯৩৬ পিস ইয়াবা, ৩২৫ গ্রাম ৩৫ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ১৮০ গ্রাম গাঁজা ও ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিসি ওয়ালিদ। ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে চার হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ নাসির (৩৫) ও মোঃ ওয়াহিদুল ইসলাম (৫০)। র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) এ্যাডিশনাল ডিআইজি মোঃ কাইমুজ্জামান খান জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি টিম রাজধানীর কামরাঙ্গীরচরে বড়গ্রাম চেয়ারম্যান বাড়ির মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির সময় হাতেনাতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
×