ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নৌযান শ্রমিকদের ধর্মঘট আহ্বান

প্রকাশিত: ২৩:২৮, ১১ অক্টোবর ২০২০

নৌযান শ্রমিকদের ধর্মঘট আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ নৌযানের মাস্টারশিপ ও ড্রাইভারশিপ (চালকদের যোগ্যতা নির্ধারণী) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি বন্ধ এবং শ্রমিকদের নিয়োগপত্র ও মাসিক খাদ্যভাতা প্রদানসহ ১১ দফা দাবি পূরণের লক্ষ্যে ২০ অক্টোবর রাত ১২টা ১ মিনিট (১৯ অক্টোবর দিবাগত) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। সংগঠনের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া ১৫ দফা দাবিতে সারাদেশে লাগাতার ধর্মঘটে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নৌ-শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ। তাদের ১৫ দফার মধ্যেও মাস্টারশিপ-ড্রাইভারশিপ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি বন্ধ এবং শ্রমিকদের নিয়োগপত্র ও খাদ্যভাতাসহ ফেডারেশনের অধিকাংশ দাবি রয়েছে। ১৯ অক্টোবর রাতের প্রথম প্রহর (১৮ অক্টোবর দিবাগত রাত ১২টা ১ মিনিট) থেকে তাদের ধর্মঘট শুরু হবে। ১২ অক্টোবর সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিতব্য মানববন্ধন থেকে এই কর্মসূচী ঘোষণা করা হবে বলে ঐক্য পরিষদ নেতারা জানিয়েছেন। নৌযান শ্রমিক ফেডারেশন সূত্রে জানা গেছে, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে নিয়োগপত্র প্রদান, ট্রাস্টি বোর্ডের মাধ্যমে প্রফিডেন্ট ফান্ড ও নাবিক কল্যাণ তহবিল গঠন, খাদ্যভাতা প্রদান এবং নৌ পরিবহন অধিদফতরের পরীক্ষায় অনিয়ম বন্ধ হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবি বাস্তবায়নের জন্য ২০১৫ সাল থেকে তারা আন্দোলন করে আসছেন। এগুলোর কয়েকটি পূরণ হলেও অমীমাংসিত ১১ দফা বাস্তবায়নের দাবিতে ২০১৮ সালে আবারও শ্রম অধিদফতরের মহাপরিচালক বরাবর আবেদন করেন ফেডারেশন নেতারা; যার অনুলিপি নৌ পরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, নৌযান মালিকদের বিভিন্ন সংগঠনসহ সংশ্লিষ্ট সকল দফতরে দেয়া হয়। সূত্রমতে, এরপর একই বিষয়ে বারবার অনুরোধ করা সত্ত্বেও শ্রম ও কর্মসংস্থান অধিদফতর থেকে সমস্যা সমাধানে কোন কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। জানতে চাইলে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম লাগাতার ধর্মঘট আহ্বানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা চাই, নৌ সেক্টরের উন্নয়ন ও স্থিতিশীলতা। কিন্তু শ্রমিকদের পেটে ক্ষিধে থাকলে এবং প্রতিনিয়ত হয়রানির শিকার হলে তারা আর কি করতে পারে। এই নৌযান শ্রমিক নেতা আরও বলেন, আমাদের প্রতিটি দাবি যৌক্তিক। শ্রমিকদের নিয়োগপত্র, ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সরকারী প্রতিষ্ঠানের নৌ শ্রমিকদের জন্য কন্ট্রিবিউটরি প্রফিডেন্ট ফান্ড ও ফিশারিসহ অন্যান্য বেসরকারী খাতের নৌ শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল গঠন, মাসিক খাদ্যভাতা প্রদান, নৌ পরিবহন অধিদফতরের বিভিন্ন পরীক্ষায় অনিয়ম ও হয়রানি বন্ধ- এসব দাবি পূরণ না হলে নৌ সেক্টর কখনও স্থিতিশীল হবে না। অন্যদিকে, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ নৌযান শ্রমিক লীগসহ কয়েকটি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘নৌ শ্রমিক অধিকার সংরক্ষণ পরিষদ’ ১৫ দফা দাবিতে লাগাতার ধর্মঘট ডাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবির মধ্যেও নৌযান শ্রমিক ফেডারেশনের উপরোক্ত প্রধান দাবিগুলো রয়েছে; যেমন নিয়োগপত্র ও খাদ্যভাতা প্রদান, সার্ভিস বুক, কল্যাণ তহবিল গঠন, মাস্টারশিপ ও ড্রাইভারশিপ পরীক্ষায় অনিয়ম বন্ধ ইত্যাদি।
×