ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় যুবক নিহত

প্রকাশিত: ২৩:২৭, ১১ অক্টোবর ২০২০

চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১০ অক্টোবর ॥ চাঁদপুর পৌরসভা নির্বাচনে গনি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় ছুরিকাঘাতে মোঃ ইয়াছিন মোল্লা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমানসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় ওই কেন্দ্রের বাইরে এই সহিংসতার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে তার বন্ধু রিয়াদ চাঁদপুর সরকারী হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কর্তব্যরত চিকিৎসক নুরে আলম প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেয়ার পথে দুপুর দুটার দিকে তার মৃত্যু হয়। নিহত ইয়াছিন শহরের কোড়ালিয়া রোডের মোঃ হারুন মোল্লার ছেলে। হারুন মোল্লা গ্রামীণফোন সেন্টারের দারোয়ান। তার তিন ছেলের মধ্যে ইয়াছিন বড়। তিনি দর্জির কাজ করতেন। চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ সুজাউদ্দৌলা রুবেল বলেন, ওই যুবকের অবস্থা গুরুতর ছিল। ছুরিকাঘাতে তার গলার রগ কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণেই ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়েছে। ইয়াছিনের পিতা হারুন মোল্লা জানান, তার ছেলে নির্বাচনী কেন্দ্রের সামনে গেলে সহিংসতার মধ্যে পড়ে গুরুতর আহত হন। তাকে ছুরিকাঘাত করেন কোড়ালিয়া এলাকার মফিজ মিজির ছেলে মোঃ শাহাদাত মিজি (২০)। ইয়াছিনের মা আমেনা বেগম জানান, তার ছেলে দর্জির কাজ করত। নির্বাচনে ভোট দেয়ার জন্যই মূলত সেখানে যান। কিন্তু সহপাঠীরাই তার ছেলেকে কুপিয়ে মেরেছে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসিম উদ্দিন জানান, নিহত ইয়াছিন ও অভিযুক্ত শাহাদাত উভয়ই ব্ল্যাকবোর্ড মার্কার সমর্থক। তাদের মধ্যে সিনিয়র ও জুনিয়র নিয়ে তর্কের এক পর্যায়ে এই ঘটনা ঘটে। আমাদের কাছে অভিযোগ করা হলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
×