ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উপকূলে ভেসে আসছে মৃত প্রাণী

প্রকাশিত: ২৩:০০, ১১ অক্টোবর ২০২০

উপকূলে ভেসে আসছে মৃত প্রাণী

প্রশান্ত মহাসাগরের রাশিয়ার আভাচা উপসাগরে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। কয়েকদিন ধরেই সমুদ্র তীরবর্তী উপকূলে ভেসে আসছে মৃত সামুদ্রিক প্রাণী। অবস্থা এমন যে, আশঙ্কা করা হচ্ছে আভাচা উপসাগরের ৯৫ শতাংশ প্রাণীর মৃত্যু হয়েছে। এই বিপর্যয়কে রাশিয়ার সামুদ্রিক ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ট্র্যাজেডি হিসেবে গণ্য করা হচ্ছে। কিন্তু কেন এই পরিমাণ সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে, তার কোন উত্তর এখনও পাওয়া যায়নি। ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রসৈকতে ভেসে এসেছে অক্টোপাস, সীল, কাঁকড়া, মাছসহ অনেক মৃত প্রাণী। প্রাণীগুলোর বীভৎসতা দেখে প্রকৃতিপ্রেমীরা খুবই উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তারা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছেন। কিছু বিজ্ঞানী সামুদ্রিক জীবের এভাবে মৃত্যুর জন্য দূষণকে দায়ী করেছেন। আবার কিছু বিজ্ঞানী সমুদ্রের অভ্যন্তরে আগ্নেয়গিরির বিস্ফোরণের সম্ভাবনাকেও উড়িয়ে দেননি। তবে ইতোমধ্যে ঘটনা তদন্তে একটি বিশেষ কমিশন গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বিপর্যয়ের জেরে শুধু প্রাণী নয়, কিছু মানুষের জীবনযাত্রার ওপরও প্রভাব পড়েছে। স্থানীয় মৎস্যজীবী ও সার্ফাররা জানিয়েছেন, জলে রয়েছে কীটনাশকের গন্ধ। একই সঙ্গে সার্ফিং করা কিছু লোক বমি বমি ভাব, গলায় ব্যথা ও চোখ জ¦লার কথাও জানিয়েছেন। স্থানীয়রা জানাচ্ছেন, কয়েকদিন ধরেই সৈকতে ভেসে আসছে মরা সীল, অক্টোপাস ও সামুদ্রিক মাছ। এ ধরনের ঘটনা আগে কখনও এখানে হয়নি। -মস্কো টাইমস
×