ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুলিশ সদর দফতরের বিশেষ বার্তা

ধর্ষণ ইস্যুতে রাষ্ট্রবিরোধী তৎপরতা থেকে বিরত থাকার অনুরোধ

প্রকাশিত: ২২:৪২, ১১ অক্টোবর ২০২০

ধর্ষণ ইস্যুতে রাষ্ট্রবিরোধী তৎপরতা থেকে বিরত থাকার অনুরোধ

স্টাফ রিপোর্টার ॥ ধর্ষণ ইস্যুতে চলমান বিক্ষোভ, সভা সমাবেশকে কেন্দ্র করে রাষ্ট্রবিরোধী তৎপরতা পরিহারের অনুরোধ জানিয়েছে পুলিশ। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতন ইস্যুতে নানা প্রতিবাদকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপতৎপরতা চলছে। এই ইস্যুকে কেন্দ্র করে রাষ্ট্রবিরোধী কোন তৎপরতা সতর্কভাবে পরিহারের অনুরোধ করা হয়েছে পুলিশ সদর দফতরের তরফ থেকে। শনিবার সন্ধ্যায় এক বিশেষ বার্তায় এ তথ্য জানায় পুলিশ সদর দফতর। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক মোঃ সোহেল রানা এমন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি ধর্ষণ ও নারী নির্যাতনের মতো কয়েকটি জঘন্য ও ঘৃণ্য অপরাধের ইস্যুতে যুবসমাজ এবং সোশ্যাল মিডিয়ায় বেশ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সামগ্রিক চলমান বিষয়গুলো পুলিশ সদর দফতরের নজরে এসেছে। দেশের সামাজিক শৃঙ্খলা ও শান্তি নিশ্চিতকল্পে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে পুলিশ। একইভাবে সর্বোচ্চ গুরুত্ব ও নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চমান বজায় রেখে প্রতিটি মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। সম্ভবপর দ্রুততম সময়ের মধ্যেই এসব মামলার তদন্ত সম্পন্ন করে বিচারের জন্য প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। আদালতের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে এসব ঘৃণ্য অপরাধীর উপযুক্ত শাস্তি হবে। সরকার গণদাবির প্রতি সম্মান জানিয়ে ধর্ষণের বর্তমান শাস্তি যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যুদ-ের বিধান করতে যাচ্ছে। এজন্য যথাসম্ভব দ্রুত আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। জনগণের প্রত্যাশা মোতাবেক সরকারও দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শাস্তি প্রত্যাশা করে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ বিষয়ে সার্বক্ষণিক তীক্ষè নজরদারি অব্যাহত আছে। পুলিশ সদর দফতর অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, রাষ্ট্র ও সরকারের সর্বোচ্চ সদিচ্ছা সত্ত্বেও একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে তৎপরতা চালাচ্ছে। জনগণের প্রত্যাশাকে কৌশলে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা অব্যাহত আছে। এর মধ্য দিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও দেখা যাচ্ছে। পুরো বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করে কয়েকটি গোষ্ঠী ও কিছু দল হীন স্বার্থ চরিতার্থ করার পাঁয়তারা চালাচ্ছে। দেশের শান্তি—শৃঙ্খলার স্বার্থে এবং উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখতে রাষ্ট্রবিরোধী যে কোন কর্মকাণ্ড সতর্কভাবে পরিহারের জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে পুলিশ সদর দফতরের তরফ থেকে। দেশ ও জনগণের স্বার্থে যে কোন মূল্যে অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে পুলিশ বদ্ধপরিকর।
×