ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিসিএস কর্নার

প্রকাশিত: ২৩:৫৭, ১০ অক্টোবর ২০২০

বিসিএস কর্নার

১। বাংলাদেশের ইতিহাসে বহুল আলোচিত নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকভাবে কাজ শুরু করে- ক) ১ নবেম্বর ২০০৬ খ) ২ নবেম্বর ২০০৭ গ) ১১ নবেম্বর ২০০৭ ঘ) ১ নবেম্বর ২০০৭ ২। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ক) ঢাকায় খ) চাঁদপুরে গ) ফরিদপুরে ঘ) চট্টগ্রামে ৩। বাংলাদেশের উত্তরে ভারতের কোন সীমান্তবর্তী রাজ্যটি অবস্থিত নয়? ক) পশ্চিমবঙ্গ খ) আসাম গ) মিজোরাম ঘ) কোনটিই নয় ৪। জরুরী অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয়Ñ ক) প্রথম সংশোধনীতে খ) দ্বিতীয় সংশোধনীতে গ) তৃতীয় সংশোধনীতে ঘ) চতুর্থ সংশোধনীতে ৫। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? ক) গ্রীসে খ) মেসোপটেমিয়ায় গ) রোমে ঘ) ভারতে ৬। ৮ সেপ্টেম্বর ২০১৪ শিক্ষা বিস্তারে অবদান রাখার ঁহবংপড় প্রদত্ত ‘ট্র অব পিন’ সম্মাননা পান কে? ক) শেখ হাসিনা খ) নুরুল ইসলাম নাহিদ গ) ড. দেবপ্রিয় ভট্টাচার্য ঘ) ড. আতিউর রহমান ৭। ১৭৩৯ সালে পারস্যের শাসক নাদির শাহ কর্তৃক ভারত থেকে লুণ্ঠনকৃত ‘ময়ূর সিংহাসন’ বর্তমানে কোথায় হয়েছে? ক) ইরাক খ) শ্রীলঙ্কা গ) ভারত ঘ) ইরান ৮। মুজিবনগরে অস্থায়ী সরকারের সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে? ক) সৈয়দ নজরুল ইসলাম খ) অধ্যাপক ইউনূস আলী গ) অধ্যাপক ইউসুফ আলী ঘ) অধ্যাপক আবদুর রউফ ৯। ২০১৪ সালের বৈশ্বিক সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? ক) ১০৯তম খ) ১১০তম গ) ১১১তম ঘ) ১১২তম ১০। বাংলাদেশের CTBT চুক্তি অনুমোদন করে কবে? ক) ১৯৯৯০ সালে খ) ১৯৯৬ সালে গ) ২০০০ সালে ঘ) ২০০৪ সালে ১১। ১৯৪০ সালে পাকিস্তানের লাহোর এ কে ফজলুল হক কর্তৃক ঘোষিত ‘লাহোর প্রস্তাব’ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? ক) এ কে ফজলুল হক খ) হোসেন শহীদ সোহ্্রাওয়ার্দী গ) মোহাম্মদ আলী জিন্নাহ ঘ) মহাত্মা গান্ধী ১২। ‘নিরাপদ মাতৃত্ব দিবস’ পালন করা হয় কত তারিখে? ক) ২৮ জুন খ) ২৩ জুন গ) ২৮ মে ঘ) ২২ অক্টোবর ১৩। UNESCO কবে সুন্দরবনকে বিশ্বঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে? ক) ৬ ডিসেম্বর, ১৯৯৭ খ) ৬ ডিসেম্বর, ১৯৯৯ গ) ৭ ডিসেম্বর, ১৯৯৭ ঘ) ৯ ডিসেম্বর, ১৯৯৯ ১৪। ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচী’ চালু হয় কত সালে? ক) ১৯৯০ সালে খ) ১৯৯১ সালে গ) ১৯৯৩ সালে ঘ) ১৯৯৯ সালে ১৫। বাংলাদেশ কোথায় সাবমেরিনের ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়? ক) কক্সবাজার খ) চট্টগ্রাম গ) খুলনা ঘ) পটুয়াখালী ১৬। ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? ক) ১৯৩৫ সালে খ) ১৯৪৮ সালে গ) ১৯৩৭ সালে ঘ) ১৯৩১ সালে ১৭। বাংলাদেশ তথা পৃথিবীর বৃহত্তম ‘টাইডাল’ বনভূমি কোনটি? ক) পাহাড়ি বনাঞ্চল খ) চকোরিয়া বনাঞ্চল গ) কক্সবাজার বনাঞ্চল ঘ) সুন্দরবন বনাঞ্চল ১৮। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন? (ক) উথান্ট (খ) কুর্ট ওয়াল্ডহেইম (গ) ট্রিগভেলি (ঘ) দ্যাগ হ্যামারশোল্ড। ১৯। ওপেকভূক্ত একমাত্র অ-আরব মুসলিম দেশ কোনটি? (ক) ইরাক (খ) ভেনিজুয়েলা (গ) ইন্দোনেশিয়া (ঘ) কাতার। ২০। বিশ্বের একমাত্র কোন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় না? (ক) যুক্তরাষ্ট্র (খ) সৌদি আরব (গ) ব্রিটেন (ঘ) ফ্রান্স। ২১। Group of-8 বা জি-৮ এর একমাত্র এশীয় দেশ কোনটি? (ক) চীন (খ) দক্ষিণ কোরিয়া (গ) জাপান (ঘ) মালয়েশিয়া। ২২। কোন বিষয়ে এ পর্যন্ত কোনো মহিলা নোবেল পুরষ্কার পায়নি? (ক) পদার্থে (খ) শান্তিতে (গ) রসায়নে (ঘ) অর্থনীতিতে। উত্তর: ১. ঘ ২. গ ৩. গ ৪. খ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. ক ১০. গ ১১. গ ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. গ ২০. খ ২১. গ ২২. ঘ।
×