ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় দেশে মৃত্যু ও শনাক্তের হার হ্রাস

প্রকাশিত: ২২:১৫, ১০ অক্টোবর ২০২০

করোনায় দেশে মৃত্যু ও শনাক্তের হার হ্রাস

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক শনাক্তকৃত রোগী, রোগী শনাক্তের হার, পরীক্ষিত নমুনা ও মৃত সংখ্যা একযোগে হ্রাস পেয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ১২৭৮ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫৪৭৭ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৫৯৬ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ২৫৬টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ লাখ ৫০ হাজার ৬৬৯টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ১৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। শুক্রবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ৯ পুরুষ এবং ৮ নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী ৮, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১২, চট্টগ্রাম বিভাগে ১, খুলনা ২, ময়মনসিংহে ১ এবং রংপুরে ১ জন রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৮৫ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৩ হাজার ৩০৫ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ৬৭৪ জন এবং এখন পর্যন্ত ৬৯ হাজার ৬৩২ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮২ হাজার ৯৩৭ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ৭৫৯ জন। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ৯১২ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৯৮ হাজার ৯৮১ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৫ লাখ ৪০ হাজার ১৮১ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪১ হাজার ২০০ জন।
×