ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লঘুচাপ রূপ নিচ্ছে নিম্নচাপে, বৃষ্টি হতে পারে

প্রকাশিত: ২২:১৫, ১০ অক্টোবর ২০২০

লঘুচাপ রূপ নিচ্ছে নিম্নচাপে, বৃষ্টি হতে পারে

স্টাফ রিপোর্টার ॥ সাগরে আবার সৃষ্টি হয়েছে লঘুচাপ। এটি আজকেই নিম্নচাপের রূপ নিচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের রূপ নিয়ে উপকূলে আসলে এর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা নেই বলে তারা জানিয়েছে। এর ফলে দুএকদিনের মধ্যে বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যাবে। গত কয়েকদিন আগেই সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। যার প্রভাবে কয়েকদিন ধরে রাজধানীসহ সারাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করে। শুক্রবার ভ্যাপসা গরমের মাত্রা আরও বেড়ে যায়। আবহাওয়াবিদরা জানায়, নতুন করে লঘুচাপ সৃষ্টির কারণে জলীয় কণার জোগান বেড়ে যাওয়ায় হঠাৎ গরমের মাত্রা বেড়েছে। দুএকদিনের মধ্যেই আবারও বৃষ্টিপাত শুরু হবে। তখন তাপমাত্রা কমে গরমের মাত্রাও কমে আসবে। আবহাওয়া অফিস জানায়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এতে আরও বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
×