ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক লাখ মুদ্রার নোট

প্রকাশিত: ২২:১৪, ১০ অক্টোবর ২০২০

এক লাখ মুদ্রার নোট

ভেনিজুয়েলা এক সময় যথেষ্ট সমৃদ্ধ দেশ হিসেবে বিবেচিত হতো। কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সে দেশের মুদ্রার দাম ব্যাপক হারে কমে গেছে। অবস্থা এমন যে, এক কাপ চা বা কফির জন্য ব্যাগ ভরে নোট নিতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থা থেকে উদ্ধার পেতে বড় নোট আনার পরিকল্পনা করছে দেশটির সরকার। এমনকি নগদের ঘাটতি মেটাতে বাইরে থেকেও কাগজ আনতে হচ্ছে। ভেনিজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক এখন এক লাখ বলিভার (মুদ্রা) নোটের প্রচলন করতে চলেছে। যা আসলে সমান হবে শূন্য দশমিক ২৩ মার্কিন ডলারের। এর অর্থ হলো মাত্র দুই কেজি আলু কেনা যাবে ওই নোট দিয়ে। মুদ্রাস্ফীতির জেরে এর আগে ৫০ হাজার বলিভারের নোট ছাপিয়েছিল ভেনিজুয়েলার সরকার। কিন্তু এখন আরও বড় নোট আনার প্রস্তুতি চলছে। গত ৭ বছর লাগাতার মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে অর্থনীতি। চলতি বছরে করোনা ও তেলের রাজস্ব হ্রাসের কারণে আবারও ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। সরকার সাধ্যমতো যাবতীয় চেষ্টা করলেও তা বিফলে যাচ্ছে। ভেনিজুয়েলার অবস্থা এখন বাস্তবেই খারাপ রয়েছে। বেশিরভাগ মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না। সন্ধ্যার পরই ব্যবসায়ীরা ভয়ে থাকছেন কেননা ইতোমধ্যে লুট হওয়া শুরু হয়ে গেছে। দারিদ্র্য ও অনাহার এড়াতে প্রায় ৩০ লাখ মানুষ প্রতিবেশী দেশ ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর এবং পেরুর মতো দেশে চলে গেছে। রিনালদো রিভেরাও নামে এক ভেনিজুয়েলান নাগরিক জানান, পুরো দুই মাস কাজ করলে মাত্র দুদিন খাওয়ার মতো অর্থ পাওয়া যায়। -ইন্ডিয়া টাইমস
×