ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বে ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ২২:১৩, ১০ অক্টোবর ২০২০

বিশ্বে ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা রোগী শনাক্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৯ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস আবির্ভূত হওয়ার পর একদিনে আর কখনোই এর চেয়ে বেশি রোগী পাওয়া যায়নি। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, এএফপি, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার্সের। ওয়ার্ল্ডোমিটার্সের মতে, সারাবিশ্বে শুক্রবার পর্যন্ত তিন কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৩১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন দুই কোটি ৭৭ লাখ ৯৯ হাজার ৪৪০ জন। মারা গেছেন ১০ লাখ ৬৯ হাজার ৮৩২ জন। চিকিৎসাধীন আছেন ৮০ লাখ ৩৯ হাজার ৩৬৩ জন। যাদের মধ্যে ৬৮ হাজার একজনের অবস্থা আশঙ্কাজনক। একদিনে তিন লাখ ৪৯ হাজার ৩৩৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ছয় হাজার ৪২০ জন। বৃহস্পতিবার রেকর্ড ৩ লাখ ৩৮ হাজার ৭৭৯ রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে ভারতেই মিলেছে ৭৮ হাজার ৫২৪ জন। এরপর আছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। দেশ দু’টিতে ২৪ ঘণ্টায় যথাক্রমে ৪১ হাজার ৯০৬ ও ৩৮ হাজার ৯০৪ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। বিশ্বে এর আগে ২ অক্টোবর একদিনে ৩ লাখ ৩০ হাজার ৩৪০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল। বিশ্বজুড়ে করোনায় আরও ৫ হাজার ৫১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালি অনুযায়ী, গতবছরের ডিসেম্বর থেকে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত এ ভাইরাস বিশ্বের ১০ লাখ ৬০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ ৩৩ হাজার ৭৬৩। মৃত্যু হয়েছে দুই লাখ ১৭ হাজার ৭৩৮ জনের। তবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, তাদের আশঙ্কা, আগামী ৩১ অক্টোবর নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা দুই লাখ ২৪ হাজার থেকে দুই লাখ ৩৩ হাজার পর্যন্ত পৌঁছাতে পারে। আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে ল-ভ- করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে।
×