ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সজীব কুমার বসু

বিসিএস কর্নার

প্রকাশিত: ২১:২০, ৯ অক্টোবর ২০২০

বিসিএস কর্নার

প্রাবন্ধিক বিএ (সম্মান) ১ম শ্রেণি এমএ ১ম শ্রেণি এমফিল গবেষক দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ১. এই গ্যাসগুলোর মধ্যে কোনটি সবচেয়ে হালকা? ক. নাইট্রোজেন খ. হিলিয়াম গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন ২. বাতাস হলো একটি- ক. মৌলিক পদার্থ খ. যৌগিক পদার্থ গ. মিশ্র পদার্থ ঘ. কোনটিই নয় ৩. এইগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ভাল বিদ্যুত পরিবাহী? ক. সাধারণ জল খ. সমুদ্রের জল গ. ফোটানো জল ঘ. বৃষ্টির জল ৪. নিচের গ্যাসগুলোর মধ্যে কোনটি আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয়? ক. নিওন খ. কার্বন ডাই অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনোক্সাইড ৫. নিচের কোন মৌল অম্লের (ধপরফ) মধ্যে কোনটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? ক. কার্বন খ. হাইড্রোজেন গ. অক্সিজেন ঘ. সালফার ৬. এই মৌলগুলোর মধ্যে কোন মৌলটি শিলা ও খনিজ পদার্থে সবচেয়ে বেশি? ক. কার্বন খ. এ্যালুমিনিয়াম গ. হাইড্রোজেন ঘ. সিলিকন ৭. জার্মান সিলিভার একটি শংকর ধাতু এতে কোন্ কোন্ ধাতু থাকে? ক. তামা, নিকেল, রূপা খ. রূপা, দস্তা, তামা গ. দস্তা, তামা, নিকেল ঘ. রূপা, এ্যালুমিনিয়াম, দস্তা ৮. ক্যালামাইন সলিউশনে নিচের কোনটি আছে? ক. জিঙ্ক কার্বোনেট খ. ক্যালসিয়াম নাইট্রেট গ. জিঙ্ক সালফেট ঘ. ক্যালসিয়াম সালফেট ৯. বেকিং সোডা হলো- ক. সোডিয়াম বাইকার্বোনেট খ. সোডিয়াম নাইট্রেট গ. ক্যালসিয়াম হাইড্রক্সাইড ঘ. সোডিয়াম ক্লোরাইড ১০. পিতল কোন দুটি উপাদানের মিশ্রণে তৈরি? ক. তামা-টিন খ. দস্তা-ম্যাঙ্গানিজ গ. তামা-দস্তা ঘ. এ্যালুমিনিয়াম-ম্যাঙ্গানিজ ১১. বাতাসের শহর বলা হয়- ক. শিকাগো খ. নিউইয়র্ক গ. লন্ডন ঘ. ঢাকা ১২. ইউরোপের কোন দেশের আকৃতি অনেকটা জুতার মত? ক. ইতালি খ. ভিয়েনা গ. নরওয়ে ঘ. বেলজিয়াম ১৩. ‘বান্দুং’ শহরটি কোন দেশে অবস্থিত? ক. চীন খ. ইন্দোনেশিয়া গ. যুগোসøাভিয়া ঘ. মালয়েশিয়া ১৪. বাজারের শহর বলা হয় কোন শহরকে? ক. কায়রো খ. দুবাই গ. রাবাত ঘ. কুয়ালালামপুর ১৫. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? ক. বাংলাদেশ খ. গ্রীণল্যান্ড গ. মালদ্বীপ ঘ. কোনটি নয় ১৬. কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? ক. নাউরু খ. কেনিয়া গ. কিউবা ঘ. গায়ানা
×