ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশে শৃঙ্খলা আনা হচ্ছে

প্রকাশিত: ২১:০০, ৯ অক্টোবর ২০২০

কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশে শৃঙ্খলা আনা হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান বলেছেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে অনেক কোম্পানিই মূল্য সংবেদনশীল তথ্য ঘোষণার ক্ষেত্রে কিছু অনিয়ম করে। এটা বিনিয়োগকারীদের জন্য অনেক বিড়ম্বনার। এ জন্য কমিশন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশে শৃঙ্খলা আনতে কাজ করছে। বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসএম) আয়োজিত ‘ইমপ্যাক্ট অব কোভিড-১৯ পেন্ডামিক অন দ্য ক্যাপিটাল মার্কেট এ্যান্ড দ্য ইমপর্টেন্স অব ইনভেস্টর এডুকেশন এ্যান্ড ইনভেস্টর প্রটেকশন’ শীর্ষক এক ওয়েবিনারের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ওয়েবিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসএম) নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার, বিআইসিএমের অধ্যাপক ড. নিতাই চন্দ্র দেবনাথ প্রমুখ। বিএসইসির নির্বাহী পরিচালক বলেন, উন্নত বিশ্বের বাজারগুলোতে বিনিয়োগকারীরা লভ্যাংশের দিকে বেশি নজর না দিয়ে তারা প্রবৃদ্ধির দিকে নজর বেশি দেয়। তবে আমাদের দেশের চিত্র ভিন্ন। বিনিয়োগকারীদের এ বিষয়ে সচেতন হতে হবে। তিনি বলেন, গুজবে কান না দিয়ে বিনিয়োগকারীদের উচিত হবে জেনে-বুঝে ভাল শেয়ারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা। এটা করতে পারলে এখান থেকে সহজেই রিটার্ন পাওয়া সম্ভব।
×