ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিএসইর পরিচালক হলেন সিদ্দিকুর রহমান

প্রকাশিত: ২০:৫৯, ৯ অক্টোবর ২০২০

ডিএসইর পরিচালক হলেন সিদ্দিকুর রহমান

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক হলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ও স্টার্লিং স্টকস এ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান। তিনি ডিএসই’র সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমনের স্থলাভিষিক্ত হলেন। বৃহস্পতিবার পরিচালনা পর্ষদ তাকে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে মনোনীত করে। এখন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন পেলেই তাকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হবে। এরপর তিনি আগামী এজিএম পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালকের একটি পদ শূন্য হওয়ায় ‘কোম্পানি আইন ১৯৯৪ এর ৯১(১)(গ) এবং ডিএসই আর্টিকেলস অব এ্যাসোসিয়েশন এর আর্টিকেল ১৬৩’ অনুযায়ী বৃহস্পতিবার ডিএসই’র পরিচালনা পর্ষদের ৯৭০তম বোর্ড সভায় তিনি সর্বসম্মতিক্রমে ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে মনোনীত হন। উল্লেখ্য যে, কোম্পানি আইনের বিধান অনুযায়ী তিনি ডিএসই’র ৫৯তম বার্ষিক সাধারণ সভায় অবসর গ্রহণ করবেন। মোঃ সিদ্দিকুর রহমান বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি। বিজিএমই’র সভাপতি হওয়ার আগে তিনি বিজিএমইএ’র ২০১০-২০১১ মেয়াদে সহ-সভাপতি (অর্থ) এবং ২০১২-২০১৩ মেয়াদে দ্বিতীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
×