ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সম্ভব স্বল্পতম সময়ে বিজেএসসির যোগ্য প্রার্থী নিয়োগের পদক্ষেপ নিন ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০১:২১, ৮ অক্টোবর ২০২০

সম্ভব স্বল্পতম সময়ে বিজেএসসির যোগ্য প্রার্থী নিয়োগের পদক্ষেপ নিন ॥ রাষ্ট্রপতি

জনকণ্ঠ ডেস্ক ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ যোগ্য প্রার্থী বাছাই এবং স্বল্পতম সময়ে তাদের নিয়োগ প্রদানের পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের প্রারম্ভিক পর্যায়ের সকল পদে নিয়োগ পরীক্ষা সম্ভব স্বল্পতম সময়ে অনুষ্ঠিত হতে হবে এবং এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করতে হবে।’ খবর বাসসর। বিজেএসসি চেয়ারম্যান সুপ্রীমকোর্টের আপীল বিভাগের বিচারপতি হাসান ফয়েস সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৯ পেশকালে তিনি এই নির্দেশ দেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি সহিদুল করিম। উজবেক রাষ্ট্রদূতের সাক্ষাত ॥ উজবেকিস্তানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোঃ জাহাঙ্গীর আলম বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে রাষ্ট্রপতি বলেন, উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি এ সম্ভাবনাকে কাজে লাগাতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে নির্দেশনা প্রদান করেন। উজবেকিস্তানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোঃ জাহাঙ্গীর আলম দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
×