ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উইঘুর মুসলিম নিপীড়নের নিন্দায় ৩৯ দেশ

প্রকাশিত: ২৩:৫৮, ৮ অক্টোবর ২০২০

উইঘুর মুসলিম নিপীড়নের নিন্দায় ৩৯ দেশ

জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি নেতৃত্বাধীন অন্তত ৩৯ দেশ। একই সঙ্গে হংকংয়ের রাজনৈতিক পরস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা। জার্মানি নেতৃত্বাধীন ৩৯ দেশের এই আহ্বান ও উদ্বেগে তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেজিং। খবর আল জাজিরা ও এএফপির। জার্মানির নেতৃত্বে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ ৩৯ দেশ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিটির বৈঠকে উইঘুর মুসলিমদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে চীনের প্রতি আহ্বান জানায়। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন বলেন, আমরা জিনজিয়াংয়ের মানবাধিকার পরিস্থিতি এবং হংকংয়ের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। জিনজিয়াংয়ে বন্দীশিবিরে আটকে রাখা ১০ লাখের বেশি উইঘুর মুসলিমদের মানবাধিকারের প্রতি চীন কোন ধরনের শ্রদ্ধা দেখাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
×