ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৩০ বছর সাজা হতে পারে ম্যাকএ্যাফির

প্রকাশিত: ২৩:৫৬, ৮ অক্টোবর ২০২০

৩০ বছর সাজা হতে পারে ম্যাকএ্যাফির

জনপ্রিয়এ্যান্টি ভাইরাস সফটওয়্যার কোম্পানির কর্ণধার জন ম্যাকএ্যাফিকে স্পেনে গ্রেফতার করা হয়েছে। তিনি কর ফাঁকির এক মামলায় অভিযুক্ত হয়েছেন। তাকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হতে পারে। খবর বিবিসি অনলাইনের। কৌঁসুলিরা বলছেন, তিনি চার বছর ধরে ট্যাক্স রিটার্ন জমা দেননি। তিনি এর মধ্যেই পরামর্শদাতা হিসেবে কাজ করে, বক্তৃতা দিয়ে ক্রিপটোকারেন্সির ব্যবসা করে এবং তার জীবনী প্রকাশের কপিরাইট বিক্রি করে লাখ লাখ ডলার আয় করেছেন। তবে এসব আয়ের সঙ্গে অবশ্য তার নিজের নামে তৈরি ম্যাকএ্যাফি এ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রতিষ্ঠানের কোন সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, ম্যাকএ্যাফি তার নিজের আয় তার মনোনীত বিভিন্ন লোকজনের এ্যাকাউন্টে জমা দেন। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত তিনি কর ফাঁকি দিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে অন্যদের নামে থাকা প্রমোদতরী ও বাড়ি জমির মতো সম্পদ গোপন করার অভিযোগ আছে। জন ম্যাকএ্যাফি এসব অভিযোগের ব্যাপারে কোন মন্তব্য করেননি।
×