ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যৌন নির্যাতনের প্রতিবাদে আজ বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ২৩:২৫, ৮ অক্টোবর ২০২০

যৌন নির্যাতনের প্রতিবাদে আজ বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ নারী ও শিশু ধর্ষণসহ যৌন নির্যাতনের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালনের ডাক দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত ধর্ষণবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচী ঘোষণা করেন। তিনি বলেন, এ সরকার ক্ষমতায় থাকার সকল অধিকার হারিয়েছে। ব্যর্থতার দায় নিয়ে এ সরকারকে পদত্যাগ করতে হবে। ফখরুল বলেন, নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে সরকার কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছে না। তাই এখন দেশে নারী ও শিশু ধর্ষণের মহোৎসবে পরিণত হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিএনপির পক্ষ থেকে জেলা পর্যায়ে নারী ও শিশু ধর্ষণসহ যৌন নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। মির্জা ফখরুল বলেন, শুধু ধর্ষণ বা যৌন নির্যাতন বেড়ে যাওয়া নয়, একইসঙ্গে দেশে আইনশৃঙ্খলার অবনতি ও অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। অবশ্য সরকার বলেছে, তারা যখন ক্ষমতায় তখন এই দায় অস্বীকার করার উপায় নেই। তাহলে তো সরকারই স্বীকার করেছে তারা ব্যর্থ। এ পরিস্থিতিতে আমরা মনে করি এ সরকারের হাতে দেশ নিরাপদ নয়। তাই এ সরকারকে পদত্যাগ করতে হবে। ফখরুল বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে লোমহর্ষক নারী ধর্ষণের ঘটনা ঘটেছে।
×