ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন্নি মৃত্যুর ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, তিনদিনের রিমান্ড

প্রকাশিত: ২৩:২৪, ৮ অক্টোবর ২০২০

তিন্নি মৃত্যুর ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, তিনদিনের রিমান্ড

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৭ অক্টোবর ॥ শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের প্রাক্তন শিক্ষার্থী উলফাত আরা তিন্নির (২৪) মত্যুর ঘটনায় করা মামলার প্রধান আসামি জামিরুলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে মাগুরার ভায়না এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। এদিকে প্রধান আসামি জামিরুলের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, তারা জানতে পারে তিন্নির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জামিরুল মাগুরা থেকে অন্য কোথাও পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঝিনাইদহ থেকে একদল পুলিশ মাগুরার ভায়নার মোড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে ঝিনাইদহ আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে গ্রেফতার আমিরুল, নজরুল, লাবিব ও তন্ময়কে আদালতে সোপর্দ করে সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রিমান্ড শুনানির দিন ধার্য আছে। এদিকে তিন্নির মৃত্যুর ময়নাতদন্ত রিপোর্ট সম্পর্কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ তাপস কুমার সরকার জানান, তিন্নির ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি। তার শরীরে কোন আঘাত বা কোন নির্যাতনের প্রমাণ মেলেনি।
×