ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাট ও আখচাষীদের ওপর আঘাত হানা হচ্ছে ॥ মেনন

প্রকাশিত: ২৩:২২, ৮ অক্টোবর ২০২০

পাট ও আখচাষীদের ওপর আঘাত হানা হচ্ছে ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘জিয়া-এরশাদ-খালেদা জিয়ার আমলে ঘোষণা দিয়ে রাষ্ট্রায়ত্তখাতের বিলুপ্তি ঘটানো হয়েছে আর বর্তমানে অঘোষিতভাবেই সেটা হচ্ছে। পাটকলের পর চিনিকল এরপর বিমান, রেল ছেড়ে দিলেও আশ্চর্য হব না। তারচেয়েও বড় কথা পাট ও চিনিকল প্রতিটাই কৃষিভিত্তিক শিল্প। পাট ও চিনি শিল্পের সঙ্গে লক্ষ লক্ষ কৃষকের ভাগ্য জড়িত। তাদের উৎপাদিত কৃষিপণ্য আয়করি ফসল। সরকার একদিকে বলছে এই করোনাকালে কৃষিই আমাদের বাঁচিয়েছে, সেখানে পাটচাষী-আখচাষীদের ওপর আঘাত হানা হচ্ছে। বুধবার দলের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে মেনন এসব কথা বলেন। তিনি বলেন, চিনিকল বন্ধ হলে আখচাষীরা চরম বিপদে পড়বেন। চিনিকলকে কেন্দ্র করে যেসব শহর-উপশহর গড়ে উঠেছিল তাও বিরাণ হয়ে যাবে। আর সাধারণ মানুষ তাদের নিত্যদিনের প্রয়োজনীয় চিনির জন্য আমদানিকারকদের হাতে জিম্মি হয়ে পড়বে। জানিনা এই করোনাকালে কারা সরকারকে পাটকল-চিনিকল বন্ধের পরামর্শ দিচ্ছেন। আধুনিকায়ন করতে হলে রাষ্ট্রায়ত্ত খাতে রেখেই আধুনিকায়ন করুন। মানুষের মাথা ব্যথার জন্য মাথা কাটবেন না। দেশটা কিছু লুটেরা পুঁজিপতির হাতে তুলে দেবেন না। রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো বন্ধ করে দেয়ার প্রতিবাদে ওয়ার্কার্স পার্টি সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে শিল্পমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি আয়োজিত জাতীয় প্রেসক্লাবের সামনের সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়সহ মহানগর নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যানের কার্যালয়ে তার হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময়ে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর নেতা আবুল হোসাইন, কিশোর রায়, জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড মুর্শিদ আখতার নাহার, মামুন মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ। চিনি শিল্প রক্ষার দাবিতে সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে শিল্পমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। জেলাসমূহের মধ্যে রয়েছে বরিশাল, রাজশাহী, সাতক্ষীরা, নড়াইল, গোপালগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাজীপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পিরোজপুর, ঝালকাঠি, শেরপুর, ময়মনসিংহ, রংপুর, বগুড়া, মাদারীপুর, নীলফামারী, গাইবান্ধা, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট ও নাটোর।
×