ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসের সংক্রমণ প্রতিরোধ করা যেত ॥ ফাউচি

প্রকাশিত: ২৩:০৫, ৮ অক্টোবর ২০২০

হোয়াইট হাউসের সংক্রমণ প্রতিরোধ করা যেত ॥ ফাউচি

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের শীর্ষ রোগ সংক্রামক বিশেষজ্ঞ ড. এ্যান্টনি ফাউচি জানিয়েছেন, হোয়াইট হাউসের কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ করা যেত। আর এক গবেষণায় দেখা গেছে, চীনের কোভিড-১৯ টিকা নিরাপদ বলে প্রতীয়মান হয়েছে। এছাড়া ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমেছে। যদিও সারাবিশ্বে বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে তিন কোটি ৬২ লাখ ৮৬ হাজার ১০৩ জন। সুস্থ হয়ে ওঠেছে দুই কোটি ৭৩ লাখ ৬ হাজার ৮৬০ জন। মারা গেছেন ১০ লাখ ৫৭ হাজার ৯৯৩ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৭৮ লাখ ৬৩ হাজার ২৬৩ জন। যাদের মধ্যে ৬৭ হাজার ৯৪৯ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন তিন লাখ ১১ হাজার ৫৯২ জন। মারা গেছেন ৫ হাজার ৫৫৩ জন। খবর বিবিসি, সিএএন, আলজাজিরা, রয়টার্স, এএফপি ও ওয়ার্ল্ডোমিটার্সের। এবার হোয়াইট হাউসে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ প্রতিরোধ করা যেত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এ্যান্টনি ফাউচি। আমেরিকান বিশ্ববিদ্যালয়ের কেনেডি পলিটিক্যাল ইউনিয়নকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এমনটি বলেছেন। মহামারীটিকে ধাপ্পাবাজি বলে বিশ্বাস করে এমন আত্মীয়দের সঙ্গে লোকজন কিভাবে প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে কথা বলবে, এ বিষয়ে তার পরামর্শ কি হবে জানতে চাইলে ফাউচি বলেন, এ সপ্তাহে হোয়াইট হাউসে কি হলো দেখেন। সেখানে এখন এটি বাস্তবতা। প্রতিদিন যাচ্ছে আর আরও বেশি লোক সংক্রমিত হয়ে পড়ছে। এটা কোন ধাপ্পাবাজি নয়। এটা একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি যখন আপনি এমন কিছু দেখছেন যা প্রতিরোধ করা যেত। করোনাভাইরাসের বিস্তার রোধে মাস্ক ব্যবহারের পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন ফাউচি। কিন্তু ট্রাম্প মাস্ক পরার বিষয়টিকে অবজ্ঞা করেছেন এবং এটি নিয়ে উপহাস করতেও ছাড়েননি। চীনের কোভিড-১৯ টিকা নিরাপদ ॥ মেডিক্যাল সায়েন্স একাডেমির অধীন মেডিক্যাল বায়োলজি ইনস্টিটিউটের বানানো করোনার পরীক্ষামূলক টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক পর্যায়ে নিরাপদ প্রতীয়মান হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। ভারতে আরও ৯৮৬ মৃত্যু ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় ৯৮৬ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট এক লাখ ৪ হাজার ৫৫৫ জনের মৃত্যু হলো। এই সময়ে ৭২ হাজার ৪৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।
×