ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিষ্ঠার দশ বছর পূর্তিতে সঞ্জননের আবৃত্তি উৎসব

প্রকাশিত: ২৩:০৪, ৮ অক্টোবর ২০২০

প্রতিষ্ঠার দশ বছর পূর্তিতে সঞ্জননের আবৃত্তি উৎসব

স্টাফ রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী কোভিড-১৯’র ছোবলে পৃথিবীর মানুষ এক প্রকার ঘরবন্দী। সারা বিশ্বের মতো দেশের মঞ্চ আর আগের মতো সরব নেই। নাটক, সিনেমা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তিসহ বিনোদনের সব বিষয়গুলো এখন অন্তর্জাল নির্ভর। তার মধ্যেও থেমে নেই সংস্কৃতিকর্মীরা। এরই অংশ হিসেবে সঞ্জনন আবৃত্তি চর্চা কেন্দ্র প্রতিষ্ঠার দশ বছর পূর্তিতে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করেছে আবৃত্তি উৎসবের। রাজধানীর দনিয়া স্টুডিও থিয়েটার হলে আগামীকাল শুক্রবার সকাল ১০টায় আবৃত্তি উৎসবের উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী মোঃ আহ্কাম উল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন দনিয়া পাঠাগারের সভাপতি মোঃ শাহনেওয়াজ, দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি এম এ আজাদ ও সাধারণ সম্পাদক এইচ আর অনিক। সভাপতিত্ব করবেন সঞ্জনন আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাইফ। সংগঠনটির সাধারণ সম্পাদক মহসিন হোসেন কিশোর জনকণ্ঠকে বলেন, শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। সাধারণ সম্পাদক হিসেবে আমিই বক্তব্য রাখব। এরপর অতিথিরা বক্তব্য রাখবেন। আমাদের দলীয় পরিবেশনায় ‘শরৎ’ শীর্ষক দুটি আবৃত্তি প্রযোজনা অনুষ্ঠিত হবে। যার গ্রন্থনায় রয়েছেন মহসীন হোসেন কিশোর। এছাড়া আবৃত্তি করবেন টুটুল চৌধুরী। শহীদুজ্জামান, তারিকুল সবুজসহ আরও অনেকে। তিনি আরও বলেন, সঞ্জনন আবৃত্তি চর্চা কেন্দ্র’র পথচলা শুরু হয় ২০১০ সালের ১০ অক্টোবর। এই দশ বছরে সংগঠনটি অংশগ্রহণ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিভিন্ন জাতীয় উৎসবগুলোতে। অংশগ্রহণ করেছে দনিয়া সাংস্কৃতিক জোটের বিভিন্ন আয়োজনে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্যভুক্ত এই সংগঠনটি অংশগ্রহণ করেছে সমন্বয় পরিষদের বিভিন্ন আয়োজনে।
×