ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সমন্বয়ে ডিএসসিসির চিঠি

প্রকাশিত: ২৩:০০, ৮ অক্টোবর ২০২০

নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সমন্বয়ে ডিএসসিসির চিঠি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার উন্নয়নে যেকোন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সমন্বয় করতে আগামী ৩১ অক্টোবরের মধ্যেই সিটি কর্পোরেশনকে অবহিত করে মতামত নিতে চিঠি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের সময়সীমা বেঁধে দিয়ে সরকারী ২১ সংস্থা ও ৫ প্রকল্পকে চিঠি দিয়েছে সংস্থাটি। বুধবার ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরী স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য তুলে ধরা হয়। চিঠিতে প্রকল্প গ্রহণের সার্বিক তথ্যসহ মতামত নিতে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই মতামত নিতে হবে বলে জানানো হয়েছে। সংস্থাগুলো হচ্ছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী, স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, বিআইডব্লিউটিয়ের চেয়ারম্যান, বিআরটিএর চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, ঢাকা বিদ্যুত বিতরণ কোম্পানির চেয়ারম্যান, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, হাতিরঝিল প্রকল্পের প্রকল্প পরিচালক, মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের প্রকল্প পরিচালক, পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবরে চিঠিটি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ বাস্তবায়নে উন্নত বাংলাদেশের রাজধানী ঢাকাকে উন্নত ঢাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর তৃতীয় তফসিলের ১৬ নং অনুচ্ছেদ মোতাবেক ইন্টিগ্রেটেড সিটিজ মাস্টারপ্ল্যান ফর ঢাকা তৈরির কাজ চলছে।
×