ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩২ বছরেও নিষ্পত্তি হয়নি খুনের মামলার

প্রকাশিত: ২২:৫৪, ৮ অক্টোবর ২০২০

৩২ বছরেও নিষ্পত্তি হয়নি খুনের মামলার

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ৩২ বছর ধরে অনিষ্পন্ন একটি হত্যা মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত একটি প্রতিবেদন জাতীয় একটি সংবাদপত্রে প্রকাশিত হয়। বিষয়টি সুপ্রীমকোর্টের আইনজীবী ইসরাত হাসান আদালতে উপস্থাপন করলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার এ আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ পড়েছে ১১২ বার। বিচারক বদল হয়েছেন ১১ জন। সরকার পাল্টেছে কয়েক বার। অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হলেও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের তৎকালীন প্রভাষক আনোয়ার হোসেন সাক্ষ্য দিতে অদ্যাবধি আদালতে হাজির হননি। ময়নাতদন্তকারী চিকিৎসকের অনীহার কারণে বার বার পিছিয়েছে বিচারকাজ। ইতোমধ্যে মামলার বাদী সীমার মা বিচারের অপেক্ষায় থেকে শেষ পর্যন্ত মারা গেছেন। বাবারও মৃত্যু হয়েছে। ফলে দীর্ঘ ৩২ বছরেও নিষ্পত্তি হয়নি এই মামলা। আদেশের পর আইনজীবী ইসরাত হাসান জানান, আদালত তিন মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দেয়। এই সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করে সংশ্লিষ্ট পক্ষকে প্রতিবেদন জমা দিতে হবে হাইকোর্টে। মামলা নিষ্পত্তি করতে না পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। এই আইনজীবী বলেন, এ মামলাটি সীমা হত্যা মামলা। বর্তমানে ঢাকার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক চমন বেগম চৌধুরীর আদালতে বিচারাধীন। ময়নাতদন্তকারী চিকিৎসক ডাঃ মোঃ আনোয়ার হোসেনের সাক্ষ্য না দেয়ার কারণে মামলাটি ৩২ বছর ধরে ঝুলে আছে।
×