ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালুনগর খাল সঠিক ব্যবস্থাপনায় আনার নির্দেশ মেয়র তাপসের

প্রকাশিত: ২২:৫৪, ৮ অক্টোবর ২০২০

কালুনগর খাল সঠিক ব্যবস্থাপনায় আনার নির্দেশ মেয়র তাপসের

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কালুনগর খালকে সঠিক ব্যবস্থাপনায় আনতে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশল বিভাগকে নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার দুপুরে সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে কালুনগর খাল পরিদর্শনে গিয়ে মেয়র এ নির্দেশ দেন। এ সময় মেয়র ১৪নং ওয়ার্ডের­স্লটার হাউস, গজমহল পার্ক ও হাজারীবাগ কাঁচাবাজার, ২২ নং ওয়ার্ডের হাজারীবাগ পার্ক, ২৩নং ওয়ার্ডের নবাবগঞ্জ কাঁচাবাজার, ২৬ নং ওয়ার্ডের আব্দুল আলীম খেলার মাঠ ও ২১ নং ওয়ার্ডের হ্যাপি রহমান প্লাজা পরিদর্শন করেন। এ সময় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ বদরুল আমিন, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে শেখ তাপস বলেন, কালুনগর খালের বক্স কালভার্ট অংশ হতে ডাউন স্লোপে পানি প্রবাহ সৃষ্টি করতে পারলে এই অঞ্চলের জলাবদ্ধতা অনেকাংশে লাঘব হবে। এছাড়া মশার প্রজননস্থল সৃষ্টি নসাৎ হবে। বক্স কালভার্টের ভেতর দিয়ে পানি প্রবাহের জন্য বর্তমানে ব্যবহৃত তিন ফিট ব্যাসার্ধের পাইপটি পুরোপুরি আটকে আছে। মেয়র বলেন, আটকে থাকা ময়লা অবমুক্ত করার পাশাপাশি প্রয়োজনে বড় আকারের পাইপ ব্যবহার করে পানি প্রবাহ সৃষ্টি করতে হবে। এছাড়া জনগণ যাতে খালের দু’পাশ হতে খালের মধ্যে ময়লা ফেলতে না পারে, সেজন্য খালের দু’পাশে উঁচু করে ফেন্সিং করতে হবে। আর জনগণকেও আমি অনুরোধ করব, খালে কোন ময়লা ফেলবেন না।
×