ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় মৃতদের স্মরণ

প্রকাশিত: ২২:৫৩, ৮ অক্টোবর ২০২০

করোনায় মৃতদের স্মরণ

যুক্তরাষ্ট্রেও করোনা সংক্রমণে মৃতদের অভিনব উপায়ে স্মরণ করা হলো। হোয়াইট হাউসের উল্টো দিকের প্রাঙ্গণে ২০ হাজার ফাঁকা চেয়ার রাখা হয়েছিল। ওই দিনটি জাতীয় স্মরণ দিবস হিসেবে পালন করা হয়। কোভিড-১৯ থেকে যেসব ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন এবং করোনায় মৃতদের আত্মীয়-পরিজনদের নিয়ে গঠিত সংগঠন ‘কোভিড সারভাইভার্স ফর চেঞ্জ’ নামে এক সংগঠনের উদ্যোগে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিসাব বলছে, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৮৪৯ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ২৪ হাজার ২০৭ জন। ফাঁকা চেয়ার রেখে কোভিডে মৃত ব্যক্তিদের স্মরণ করার পদ্ধতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হোয়াইট হাউসের উল্টোদিকে এলিস পার্কে ৫২ একর জমির ওপর ওই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যাদের নিকটাত্মীয় ও পরিজন করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন তারা ওই দিন এলিপ্স পার্কে হাজির হয়েছিলেন। ‘ন্যাশনাল কোভিড রিমেম্বারনেস’ ওয়েবসাইটে বলা হয়েছে, ‘করোনায় মৃতদের স্মরণ-সম্মানের উদ্যোগ আমেরিকাকে ঐক্যবদ্ধ করবে। এই উদ্যোগে শামিল হয়ে নেতাদের কিছু করার জন্যও আবেদন জানানো হয়েছে।’ সংঠগনের অন্যতম প্রতিষ্ঠাতা ক্রিস কোচার সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা এমন একটি স্মরণ অনুষ্ঠান করতে চেয়েছি, যা কি না, কোভিডে স্বজনহারাদের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারে। -ইন্ডিয়া টাইমস
×