ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিতর্কের জন্য মুখিয়ে ট্রাম্প ॥ নারাজ বাইডেন

প্রকাশিত: ২২:৫৩, ৮ অক্টোবর ২০২০

বিতর্কের জন্য মুখিয়ে ট্রাম্প ॥ নারাজ বাইডেন

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের সঙ্গে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৫ অক্টোবরই দ্বিতীয় দফা বিতর্ক করতে উন্মুখ হয়ে আছেন করোনা আক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাইডেন জানিয়েছেন, ট্রাম্প করোনামুক্ত না হলে কোন বিতর্কে অংশ নিতে তিনি নারাজ। খবর সিএনএনের। হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরে দারুণ লাগছে জানিয়ে ট্রাম্প বলেন, তিনি পরিকল্পনামাফিকই বাইডেনের সঙ্গে ফ্লোরিডার বিতর্কে অংশ নিতে চান। যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় আগামী সপ্তাহে বাইডেনের সঙ্গে তার এই বিতর্ক অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ট্রাম্প অসুস্থতা নিয়েই বিতর্ক করার আগ্রহ দেখালেন। গত বৃহস্পতিবার ট্রাম্প নিজের এবং তার স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়ার কোভিড-১৯ ‘পজিটিভ’ হওয়ার খবর জানান। শুরুতে হোয়াইট হাউসে থেকেই চিকিৎসার পরিকল্পনা করা হলেও ৭৪ বছরের ট্রাম্পের জ্বর হওয়ায় এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমায় শুক্রবার তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে জ্বর বাড়ায় এবং পুনরায় রক্তে অক্সিজেনের মাত্রা কমায় তাকে কৃত্রিমভাবে অক্সিজেনও দিতে হয়েছে। তবে শুক্রবারের পর ট্রাম্পের আর জ্বর আসেনি, অক্সিজেন লেভেলও স্বাভাবিক আছে। তিন রাত হাসপাতালে কাটানোর পর অবস্থার উন্নতি হওয়ায় সোমবার তিনি হোয়াইট হাউসে ফিরে যান। এরপর প্রথম রাত দারুণ কেটেছে জানিয়ে এক টুইটে ট্রাম্প লেখেন, দারুণ লাগছে। তারপরের টুইটে ট্রাম্প লেখেন, আমি আগমী ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় মিয়ামির বিতর্ক অনুষ্ঠানের অপেক্ষায় আছি। এটা দারুণ হবে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রার্থীদের মধ্যে তিনটি বিতর্ক হয়। গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ও বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়। সেই বিতর্কটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিশৃঙ্খল বিতর্ক হিসেবে বর্ণনা করছেন অনেকে। আগামী ১৫ অক্টোবর দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত আছে। মিয়ামিতে টাউন হল ফরমেটে এই বিতর্কটি হওয়ার কথা। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই টুইটারে বলেন, তিনি ১৫ অক্টোবর সন্ধ্যায় মিয়ামিতে অনুষ্ঠেয় বিতর্কের দিকে তাকিয়ে আছেন। বিতর্কটি দুর্দান্ত হবে বলে তার আশা। এদিন তার প্রচার শিবির থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট প্রার্থীদের পরবর্তী বিতর্কে ট্রাম্প সশরীরে উপস্থিত থাকবেন। তবে একইদিনে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন সাংবাদিকদের বলেন, আমি মনে করি, তার (ট্রাম্প) যদি এখনও কোভিড থাকে, তাহলে আমাদের মধ্যে বিতর্ক হওয়া উচিত নয়। আমি মনে করি, আমাদের খুব কঠোর নির্দেশিকা অনুসরণ করা উচিত। অনেক মানুষ সংক্রমিত হয়েছে। এটা একটি অত্যন্ত গুরুতর সমস্যা। বিশেষজ্ঞদের নির্দেশিকা অনুযায়ী চলবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে ট্রাম্পের চিকিৎসকেরা বলেছেন, প্রেসিডেন্টের করোনার উপসর্গগুলোর উপশম ঘটেছে। তিনি সুস্থ হয়ে উঠছেন। উপসর্গ না থাকলেও কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আইসোলেশনে থাকতে হয়। যুক্তরাষ্ট্রেও সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নির্দেশনা অনুযায়ী, জ্বরসহ অন্য কোন উপসর্গ না থাকলেও করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসার পরও অন্তত ১০ দিনের জন্য রোগীকে আইসোলেশনে থাকতে হয়। না হলে অন্যদের তার দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। তৃতীয় বিতর্কটি হওয়ার তারিখ নির্ধারিত আছে ২২ অক্টোবর। এই বিতর্কটি হওয়ার কথা ন্যাশভিলেতে।
×