ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৎস্যজীবীদের মধ্যে চাল বিতরণ

প্রকাশিত: ২১:২১, ৭ অক্টোবর ২০২০

মৎস্যজীবীদের মধ্যে চাল বিতরণ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, ৬ অক্টোবর ॥ সমুদ্রে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মধ্যে মানবিক সহায়তার বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আমতলী পৌরসভা মিলনায়তনে ইউএনও মোঃ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ সহায়তা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। জানা গেছে, সমুদ্রে ৬৫ দিন মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভিজিএফের মাধ্যমে মানবিক সহায়তা হিসেবে চাল বরাদ্দ করেন। আমতলী পৌরসভার ৪শ’ ৯৬ জেলে ওই মানবিক সহায়তা কর্মসূচীর অর্šÍভুক্ত হয়। মঙ্গলবার মানবিক সহায়তা প্রাপ্ত জেলেদের মধ্যে দ্বিতীয় কিস্তির চাল বিতরণ করা হয়েছে। বালু উত্তোলনের দায়ে জরিমানা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৬ অক্টোবর ॥ সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পয়গামের ঘাট এলাকায় টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তা বিক্রি করার অভিযোগে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গবার বিকেলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন তাদের এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো, সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের বাসিন্দা প্রফুল্ল­ চন্দ্র রায়ের ছেলে রতন রায় (৩৩) ও হাসেরুল ইসলামের ছেলে সোবহান আলী (২০)। এছাড়াও এ সময় দুটি বালুসহ ট্রলি আটক করা হয়। পরে আটককৃত ট্রলি (বালুসহ) দুটি জব্দ দেখিয়ে তা স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
×