ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ছেলের হাতে বাবা নিহত

প্রকাশিত: ২১:২০, ৭ অক্টোবর ২০২০

সিরাজগঞ্জে ছেলের হাতে বাবা নিহত

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ, ৬ অক্টোবর ॥ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লায় ছেলের লাথির আঘাতে ফরিদুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ছেলে রাজা শেখ (৩০) পলাতক রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাস্তা খাবারের টাকা-পয়সা নিয়ে ফরিদুল ইসলামের সঙ্গে তার ছেলে রাজার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় রাজা তার বাবাকে লক্ষ্য করে লাথি মারলে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান ফরিদুল ইসলাম। দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মাগুরায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৬ অক্টোবর ॥ মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলার দড়িবিলা গ্রামে প্রতিপক্ষের হামলায় মশিউর রহমান (৪৬) নামে এক কৃষক নিহত হয়েছে। এই সময় বেশকিছু বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রী লতিফা বেগম জানান, স্থানীয় রাজনৈতিক আধিপত্য ও সামাজিক দলাদলি নিয়ে শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুতাসিম বিল্লাহ সংগ্রাম ও একই ইউনিয়ন আওয়ামী লীগের অপর নেতা শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটির সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। তার স্বামী মসিউর রহমান বর্তমান ইউপি চেয়ারম্যান সংগ্রামের সমর্থক। এ কারণে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি ও মারধর করে আসছে। সম্প্রতি একটি মেয়েলী ঘটনায় নিহত মশিউর রহমানের মামাত ভাই ডলার মিয়ার সঙ্গে প্রতিপক্ষ সামাজিক দলের মুক্তার হোসেনের সঙ্গে বাগ্বিত-া হয়। এ সময় মুক্তার হোসেন তাদের দেখে নেয়ার হুমকি দেয়। এরই এক পর্যায়ে সকালে মশিউর রহমানকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে আনার পথে সে মারা যায়। এই সময় বেশকিছু বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
×