ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশব্যাপী মানববন্ধন

ধর্ষকদের মৃত্যুদণ্ড দাবি

প্রকাশিত: ২১:১৯, ৭ অক্টোবর ২০২০

ধর্ষকদের মৃত্যুদণ্ড দাবি

জনকণ্ঠ ডেস্ক ॥ নারী নির্যাতন ও ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য মঙ্গলবার সারাদেশে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- রাজশাহী তানোরের গির্জা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন। মানববন্ধনে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ এবং তানোরের গির্জায় কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ জানানো হয় এবং দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়। বক্তারা বলেন, দেশজুড়ে নারী ও শিশুর ওপর যে নির্যাতন নেমে এসেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এই অবস্থা চলতে দেয়া যায় না। বরিশাল বঙ্গবন্ধুর সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই হবে না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। নতুবা স্বাধীন দেশে জন্মগ্রহণ করার অপরাধে ধর্ষিতাকেই ফাঁসি দিন। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে গণঅবস্থান ও মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মা বোনেরা ধর্ষণের শিকার হয়েছিল, তখন আমরা পরাধীন ছিলাম। কিন্তু স্বাধীন বাংলাদেশে ধর্ষণ করে পার পেয়ে যাওয়া এটা বিচারহীনতার কথা মনে করিয়ে দেয়। আমরা চাচ্ছি, ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক। দেশব্যাপী অব্যাহত হারে বৃদ্ধি পাওয়া ধর্ষণ, গণধর্ষণ, নারীর প্রতি সহিংসতাসহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে গণঅবস্থান ও মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন সামাজিক প্রতিরোধ কমিটি, নারী নির্যাতন প্রতিরোধ জোট ও ব্লাস্ট বরিশাল ইউনিটের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদনান তুর্য, কলেজ শিক্ষার্থী মেসকাত, নাসির নাফিজ, লুনা আক্তার, আজমুন নাহার প্রমুখ। কুড়িগ্রাম দেশব্যাপী ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। কুড়িগ্রাম সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, প্রতিরোধ কমিটির সদস্য সুব্রতা রায়, সাংবাদিক ও লেখক আব্দুল খালেক ফারুক, সিপিবি নেতা কমরেড নুর মোহাম্মদ আনছার, ক্ষেতমজুর সমিতির নেতা দেলোয়ার হোসেন, আক্তারুজ্জমান রাজু, ফাল্গুনি তরফদার, কলি আক্তার প্রমুখ। নড়াইল ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে লোহাগড়ায় মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী সংঘটিত হওয়া ধর্ষণের ঘটনায় ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদের গেটের সামনে নড়াইল-লক্ষ্মীপাশা সড়কে পরিবেশবাদী সংগঠন বহ্নিশিখা ও গ্রীন ভয়েস নড়াইল জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন বিশ^াস, সরদার আব্দুল হাই, রূপক মুখার্জী, নারী নেত্রী রাজিয়া সুলতানা বিউটি, নাসরিন খানম, আফসানা মিম, রুনা লাইলা, কেয়া প্রমুখ। যশোর ‘নারী নির্যাতনের বিরুদ্ধে- গর্জে ওঠো রুখে দাঁড়াও, পর্নগ্রাফি সাইট বন্ধ কর- করতে হবে, চলো যাই যুদ্ধে- ধর্ষকের বিরুদ্ধে, ধর্ষকদের দ্রুত বিচার কর- করতে হবে, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও- দিতে হবে’ এমনই নানা স্লোগানে সেøাগানে রাজপথ প্রকম্পিত করে যশোরে প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় একযোগে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদের সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল প্রেসক্লাব যশোরের সামনে থেকে গণমিছিল, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেট চত্বরে গণঅবস্থান ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ। নারীর প্রতি সহিংসতা বন্ধ করা ও এরসঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কর্মসূচীর প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য সুকুমার দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি মাহবুবুর রহমান মজনু, জেলা সিপিবি সভাপতি এ্যাডভোকেট আবুল হোসেন প্রমুখ। সাতক্ষীরা বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেট এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নে জড়িতদের বিচার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরের নিউমার্কেট শহীদ আলাউদ্দিন চত্বরে জেলা নাগরিক কমিটির আহব্বানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হামিদ, আনিসুর রহিম, এ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, ওবায়দুস সুলতান বাবলু, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, এম কামরুজ্জামান, নারী নেত্রী জোছনা দত্ত, মরিয়ম মান্নান, অধ্যাপক সালেহা আক্তার। কর্মসূচীতে উদীচী শিল্পীগোষ্ঠী, জেলা মহিলা পরিষদ, আইন ও শালিস কেন্দ্র, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, নিউজ নেটওয়ার্ক, উত্তরণ, স্বদেশ ও প্রগতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। দিনাজপুর বিভিন্নস্থানে নারীর প্রতি ধর্ষণ ও সহিংস আচরণের প্রতিবাদে দিনাজপুর সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচী পালন করেন সামাজিক প্রতিরোধ কমিটির সদস্যরা। কর্মসূচীতে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিদিনকার ঘটনা। বর্তমান সমাজ ব্যবস্থায় পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নির্যাতিত হচ্ছেন নারী। আর ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশু থেকে বৃদ্ধাও। এসব অপরাধের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। মাগুরা মঙ্গলবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গি মোড় প্রেসক্লাবের সামনে সারা দেশে ধর্ষণসহ সকল প্রকার অনাচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ, মাগুরা জেলা শাখার সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক পাপিয়া খন্দকার, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য লিপিকা দত্ত, আনিসুর রহমান প্রমুখ। মেহেরপুর গাংনীতে সমাজে সচেতনতা বৃদ্ধি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী বাজরে এ মানববন্ধন করেছে তারা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম আবিরের সভাপতিত্বে মানববন্ধনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ ৫ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- ধর্ষকের দ্রুত সময়ের মধ্যে ফাঁসি নিশ্চিতকরণ, চলাচলের রাস্তা আলোকিত করা, সামাজিক মূল্যবোধ ও সেল্ফডিফেন্স সম্পর্কিত প্রশিক্ষণ, পুলিশ প্রশাসনের আরও জোরালো ও সতর্ক অবস্থান নিশ্চিত করা, ধর্ষিত নারীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করার জন্য আলাদা ইউনিট স্থাপন করা। নেত্রকোনা ধর্র্ষণ, নারী নির্যাতন ও হত্যা বন্ধের দাবিতে মঙ্গলবার নেত্রকোনা জেলা সদরে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখা পৃথকভাবে এসব কর্মসূচী পালন করে। জেলা শহরের মোক্তারপাড়ার মগড়া সেতুতে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি। স্থানীয় জেলা প্রশাসক কাজী মোঃ আব্দুর রহমান ও পুলিশ সুপার আকবর আলী মুন্সী কর্মসূচীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন। জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলপনা বেগমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, এ্যাডভোকেট দিলুয়ারা বেগম প্রমুখ। ঠাকুরগাঁও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ও দেশে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত কার্যকরের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় স্বেচ্ছাচারী ছাত্রসংঘ নামের একটি স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠনের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলা চৌরাস্তা মৌড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে সংগঠনের সভাপতি রাহাত চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক হারুন অর রশিদ, স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, স্থানীয় টাইগার নাট্য গোষ্ঠীর সদস্য আবু সালেক, পারভেজ হাসান রনি, সংগঠনের নারী বিষয়ক সম্পাদক ইভা পারভিন, সাংবাদিক ইলিয়াস আলী প্রমুখ। নওগাঁ সম্প্রতি নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতন ও সিলেটে এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারাদেশে ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নওগাঁর পত্নীতলায় অদম্য নজিপুর (একটি অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন) পতœীতলা, বহ্নি শিখা- গ্রীন ভয়েস নওগাঁ জেলা শাখা ও ব্রতী এনজিও সংস্থার যৌথ আয়োজনে প্রতিবাদী এক মানববন্ধন উপজেলা সদরের নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে অনুষ্ঠিত হয়েছে। নারী নির্যাতন ও গণধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারাদেশে ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়াসহ বিভিন্ন দাবিতে স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন, অদম্য নজিপুরের সমন্বয়ক তোহা চৌধুরী, গ্রীন ভয়েস (বহ্নি শিখা) সমন্বয়ক মোঃ ফারুক হোসেন, ব্রতী এনজিওর বাবর আলী, রেজা রায়হান, রায়হান শরীফ, গৌতম কুমার মহন্ত, আব্দুস সবুর, মোঃ জোবায়ের, জেসমীন নাহার, আব্দুল আওয়াল প্রমুখ। মৌলভীবাজার বেগমগঞ্জে নারী নির্যাতন এবং দেশব্যাপী গণধর্ষণসহ নারী নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন পালন করেছে। মঙ্গলবার দুপুর ১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার শাখার সভাপতি এন এ তোফায়েল আহমদ, শিক্ষার্থী ফয়েজ আহমদ, শহিদুল ইসলাম, সিপন দেব, জুবেল আহমদ। শাবি সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সারাদেশে ধর্ষণ, গণধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- করার দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ‘ধর্ষণের শাস্তি চাই মৃত্যুদণ্ড, ধর্ষককে পাথর ছুড়ে মারা হোক অথবা প্রকাশ্যে শিরোচ্ছেদ করা হোক, ১৯৭১ সালের ধর্ষণকারীদের পরিচয় ছিল রাজাকার বর্তমান ধর্ষণকারীদের পরিচয় কি?, পাশবিকতার দণ্ড চাই নির্মমতার বিচার চাই নরপিশাচদের রক্ত চাই, কেমন সন্তান ধারণ করলে হে জননী সন্তান তোমার লজ্জা কাড়ে তুমি শাসনও করোনি?, যে ইজ্জতের দামে স্বাধীনতা পেলাম সে ইজ্জত যদি দেশের কুলাঙ্গারগুলো কেড়ে নেয় তাহলে স্বাধীনতার মানে কি?’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।
×