ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চিত্রার অবৈধ ৪ বাঁধ উচ্ছেদ

প্রকাশিত: ২১:১১, ৭ অক্টোবর ২০২০

চিত্রার অবৈধ ৪ বাঁধ উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের খাজুরায় চিত্রা নদীতে অবৈধ আড়বাঁধ (আড়াঅড়িভাবে দেয়া বাঁধ) উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত এ অভিযান পরিচালনা করেন। এদিন ৪টি আড়বাঁধের বাঁশ কেটে উচ্ছেদ করা হয়। এছাড়া বাঁধে ব্যবহৃত কারেন্ট জাল কেটে তা পুড়িয়ে দেয়া হয়। বাঁধগুলোর মালিকেরা হলেন স্থানীয় ঘোপদুর্গাপুর গ্রামের মৃত গোপাল বিশ্বাসের ছেলে কার্তিক বিশ্বাস, একই গ্রামের মৃত কাঠিরাম বিশ্বাসের ছেলে দুলাল বিশ্বাস, ভক্তি বিশ্বাসের ছেলে বিশে বিশ্বাস ও ধর্মগাতী গ্রামের ভ-ল বিশ্বাসের ছেলে রবি বিশ্বাস। তবে এদের কাউকে আটক করা সম্ভব হয়নি। হরিণের মাংস জব্দ নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ৬ অক্টোবর ॥ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় জবাই করা হরিণের মাথা, চামড়া ও ৩০ কেজি মাংস জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার গভীররাতে উপজেলার তমরদ্দি ইউনিয়নের বিচ্ছিন্ন চর আতাউর থেকে এসব জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। কোস্টগার্ডের হাতিয়া কন্টিজেন্ট কমান্ডার লেঃ এস এম তাহসিন রহমান জানান, গোপন সংবাদে সোমবার গভীর রাতে চরআতাউরে অভিযানে যায় কোস্টগার্ডের একটি টিম। এ সময় পাচারকারীরা একটি হরিণ জবাই করে মাংস প্রক্রিয়া করতে ছিল। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তারা বনের মধ্যে লুকিয়ে পড়ে। পরে কোস্টগার্ড ঘটনাস্থল থেকে জবাই করা হরিণের একটি মাথা, চামড়া ও প্রায় ৩০ কেজি মাংস জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে। জব্দ করা হরিণের মাংস রাতেই বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
×