ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে পাটের গুদামে অগ্নিসংযোগ

প্রকাশিত: ২১:১১, ৭ অক্টোবর ২০২০

মাদারীপুরে পাটের গুদামে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৬ অক্টোবর ॥ শিবচর বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারে পাটের গুদামে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে লিটন মুন্সীর পাটের গুদামে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে আড়াই শ’ মণ পাট পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। ঘটনাস্থল থেকে কয়েকটি কেরোসিন তেলের বোতল ও ম্যাচ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো পাটের গুদাম থেকে সোমবার রাতে তারা বাসায় চলে যায়। পাটের গুদামে নিরাপত্তা কাজে নিয়োজিত নিরাপত্তাকর্মী রাত ১২টার সময় সর্বশেষ পাটের গুদাম পরিদর্শন করে ঘুমাতে যায়। রাতে হঠাৎ পাটের গুদামে আগুন দেখে চিৎকার করে আশপাশে লোকজন ডেকে পাটের গুদামে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে শিবচর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই অগ্নিকাণ্ডে গুদামের প্রায় আড়াই শ’ মণ পাট পুড়ে গেছে। হবিগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৬ অক্টোবর ॥ আজমিরীগঞ্জে হাওরে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- উপজেলার জলসুখা ইছবপুর গ্রামের সেবুল মিয়ার ছেলে শুভ মিয়া (১৭) ও একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোজম্মিল মিয়া (৪৫)। মঙ্গলবার দুপুরে তারা গ্রামের পাশ্ববর্তী হাওরে মাছ শিকারে গিয়েছিলেন। তখন বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাত ঘটলে তারা আহত হন। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এদের মৃত ঘোষণা করেছেন।
×