ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাতিয়ে নেয়া বাড়তি টাকা শিক্ষার্থীদের ফেরত দিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

প্রকাশিত: ২১:১০, ৭ অক্টোবর ২০২০

হাতিয়ে নেয়া বাড়তি টাকা শিক্ষার্থীদের ফেরত দিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

নিজস্ব সংবাদাতা, লাকসাম, ৬ অক্টোবর ॥ ২০১৯ সালে এসএসসি ফরম ফিলাপ, রেজিস্ট্রেশন ফি, ব্যবহারিক পরীক্ষা ফির অতিরিক্ত ২ লাখ ২৯ হাজার টাকা শিক্ষার্থীদের মধ্যে ফেরত দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহিম। ২০১৯ সালে এসএসসি ফরম ফিলাপ, রেজিস্ট্রেশন ফি, ব্যবহারিক পরীক্ষায় বোর্ডের নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত ২ লাখ ২৯ হাজার টাকা হাতিয়ে নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। দুর্নীতি দমন কুমিল্লা অফিস এ বিষয়ে তদন্ত করলে অতিরিক্ত টাকা নেয়ার সত্যতা পান। সোম ও মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষার্থী ও অভিভাবকদের এ টাকা ফেরত দেয়া হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহিম ২০১৯ সালে এসএসসি ফরম ফিলাপে বোর্ড ফি ৭৪ শিক্ষার্থীকে ৪৫ হাজার ৮শ’ ৮০ টাকা এবং ব্যবহারিক পরীক্ষায় ৮০ শিক্ষার্থীকে ৮০ হাজার টাকা, জেএসসির ১শ’ ৭৩ শিক্ষার্থীকে ৩৭ হাজার ১শ’ ৯৫টাকা, ৯ম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি ১শ’ ৮৫ শিক্ষার্থীর ৪৩ হাজার ৪শ’ ৭৫ টাকা, ৮ম শ্রেণীর ভোকেশনাল ৮০ শিক্ষার্থী থেকে ২২ হাজার ৮শ’ ৮০ টাকা হাতিয়ে নেন। দুর্নীতি দমন কমিশন কুমিল্লায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নেয়া নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম নিজে তদন্ত না করে মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়ালকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। দাখিলকৃত প্রতিবেদনে তদন্তে অভিযোগের সত্যতা পান বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধিসহ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে বসে অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের ফেরত দেয়ার জন্য প্রধান শিক্ষকে নির্দেশ দেন।
×