ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রকাশিত: ২১:০৯, ৭ অক্টোবর ২০২০

খুলনায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার ফুলতলার জুট মিল শ্রমিক ইব্রাহিম (২৩) হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থ দণ্ডিত করেছে আদালত। মঙ্গলবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে আরিফুর রহমান দিপু, মোঃ পারভেজ ও কামাল হোসেন। এদের মধ্যে কামাল হোসেন ও আরিফুর রহমান দিপু পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের ২২ ডিসেম্বর দুপুর ৩টার দিকে ফুলতলা উপজেলার দামোদর কারিকরপাড়া গ্রামের জুট মিল শ্রমিক ইব্রাহিম দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল। এর পর ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের বাইতুর রহমত জামে মসজিদেও পশ্চিম পাশে সেফটি ট্যাঙ্কের মধ্য থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন নিহতের পিতা ইসমাইল বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ফুলতলা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা সম্পর্কে খালা-ভাগ্নি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দমকল কর্মীরা রাজশাহী কাটাখালী থানার বেলঘড়িয়া দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুর থেকে তাদের উদ্ধার করে। মৃত দুই শিশুর নাম আরমিন আক্তার শেলী (১৩) ও তার ভাগ্নি জিসা (৮)। এদের মধ্যে শেলীর বাবার নাম আনিছুর রহমান ও জিসার বাবার নাম জিয়ারুল ইসলাম। তাদের বাড়ি বেলঘরিয়া বাখরাবাদ দক্ষিণপাড়া গ্রামে। জিসা বেলঘড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এবং শেলী বেলঘড়িয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আরএমপির কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান জানান, বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে ইউসুফপুর দেওয়ানপাড়া ছোট পুকুরে গোসল করতে যায় তারা। পুকুরে নেমে প্রথমে জিসা তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে শেলীও ডুবে যায়।
×