ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে ৭ হত্যা মামলার আসামিদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ২১:০৬, ৭ অক্টোবর ২০২০

রাজবাড়ীতে ৭ হত্যা মামলার আসামিদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ৬ অক্টোবর ॥ পাংশা ও কালুখালী উপজেলায় সম্প্রতি সময়ে পৃথক ৭টি হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ভুক্তভোগী পরিবারের সদস্যদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে পাংশার উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুন্সি নাদের হোসেন, মৌরাটের শওকত আলী ম-ল, কসবামাঝাইলের স্কুল শিক্ষক আসাদুল বারী খান, কালুখালী মাজবাড়ীর মুক্তিযোদ্ধার সন্তান রবিউল, রহিম, কালিকাপুরের আমজাদ, সাওরাইলের ফিরোজ হত্যার বিচারের দাবিতে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর খানের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সদস্য মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাংশা উপজেলা ভাইস চেয়ারমান মুন্সি নাদের হোসেনের ছেলে মোস্তফা মুন্সি হেনা, মৌরাটের শওকত আলী মণ্ডলের ছেলে মোহন আলী, কসবামাঝাইলের স্কুল শিক্ষক আসাদুল বারী খানের স্ত্রী রত্না খাতুন, ইউসুফের স্ত্রী ফুলজান বেগম মা, কালিকাপুরের আমজাদের বাবা ইব্রাহিম, সাওরাইলের ফিরোজের স্ত্রী সোনিয়া বেগমসহ এলাকাবাসী।এ সময় বক্তরা হত্যার সঙ্গে জড়িত, মদদদাতাদের গ্রেফতার ও গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবি জানান।
×