ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গবেষণা প্রতিবেদন

শুধু গরুর দুধ শিশুর হাঁপানির ঝুঁকি বাড়ায়

প্রকাশিত: ২৩:৪৪, ৬ অক্টোবর ২০২০

শুধু গরুর দুধ শিশুর হাঁপানির ঝুঁকি বাড়ায়

যে সব শিশু শুধু গরুর দুধ খায় তাদের হাঁপানি রোগের ঝুঁকি বাড়ে। বুকের দুধের চেয়ে গরুর দুধে শিশুর স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ে। গত শুক্রবার জামা নেটওয়ার্ক ওপেনের প্রকাশিত একটি গবেষণামূলক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, পরিবারে বাবা-মায়ের এলার্জি সমস্যা থাকলে টিনজাত গরুর দুধ শিশুর হাঁপানি বা এলার্জির সমস্যা দ্বিগুণ করে দেয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, বুকের দুধের পাশাপাশি অতিরিক্ত খাবার হিসেবে জন্মের পর থেকে পরবর্তী পাঁচ মাসের মধ্যে যে সব শিশুকে টিনজাত দুধ খাওয়ানো হয়, তাদের ১৮ শতাংশের শরীরে হাঁপানির উপস্থিতি টের পাওয়া গেছে। আর ১০ শতাংশ শিশু, যারা বুকের দুধের পাশাপাশি বিভিন্ন খাদ্য উপাদনের সংমিশ্রণে তৈরি দুধ খেয়ে থাকে, তারা প্রথম কয়েক মাসের মধ্যেই হাঁপানির অভিজ্ঞতা নিয়ে নেয়। জাপানের রাজধানী টোকিওর জিকি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের গবেষকরা বলেন, ‘জন্ম নেয়ার প্রথম তিনদিন নবজাতকে পরিপূরকসহ বা পরিপূরকহীন বুকের দুধ খাওয়ালে শিশুর হাঁপানির ঝুঁকি অনেকটা থাকে না। তবে নবজাতককে প্রথম দিন টিনজাত গরুর দুধ না খাওয়ানোই ভাল। এদিকে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা উভয়ই জন্মের অন্তত ছয় মাসের মধ্যে শিশুকে বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছে । সায়েন্স ডেইলি অবলম্বনে।
×